রাজ্য বিভাগে ফিরে যান

লাফিয়ে বাড়ছে সংক্রমণ, পুরভোটের প্রচার ডিজিটালে করার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের

January 8, 2022 | < 1 min read

ফাইল ছবি

রাজ্য প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আসন্ন চার পুরভোটের প্রচার ডিজিটালে করার পরামর্শ দিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজনৈতিক দলগুলির কাছে কমিশনের আবেদন, ক্রমশ বাড়তে থাকা কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত সম্পূর্ণ ভাবে এড়িয়ে চলা হোক। সভা-সমিতি, মিটিং, মিছিল, রোড-শো বন্ধ করে প্রচারে নেটমাধ্যমকে ব্যবহার করা হোক।


কোভিড বিধি মানা নিয়েও রাজনৈতিক দলগুলিকে কড়া বার্তা দিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে জারি করা কোভিড বিধি মানতেই হবে অন্যথায় বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোন রাজনৈতিক দল যদি আগে থেকে মিটিং, মিছিলে অনুমতি নিয়ে থাকে তবে তা বাতিল করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন।


কোভিড বিধি মেনে প্রচারের ক্ষেত্রে ৩ জানুয়ারি কমিশন যে নির্দেশ জারি করেছিল তা পরিবর্তন করেই নতুন নির্দেশ জারি হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#election campaign, #Municipal elections, #West Bengal State Election Commission, #Digital Campaign

আরো দেখুন