শ্রমিক সংগঠনের নাম করে টাকা আদায় করলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি ঋতব্রতর
শ্রমিক সংগঠনের নাম করে টাকা আদায় করছে দলের কর্মীদেরই একাংশ। এমনই অভিযোগ সামনে এনে সেই কর্মীদের হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। শনিবার বনগাঁ সাংগঠনিক জেলায় দলের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, বনগাঁ শহরে দলের কেউ কেউ অনুমোদন ছাড়াই অটোর রুট দিচ্ছেন। এই নিয়ে একাধিক অভিযোগও এসেছে। আইএনটিটিইউসি এই কাজ বরদাস্ত করবে না। বিষয়টি নিয়ে এদিন তিনি পুলিস প্রশাসনের সঙ্গেও কথা বলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ শহরে আইএনটিটিইউসির দু’টি শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধ ও আকচাআকচি প্রায়শই প্রকাশ্যে আসে। এর আগেও বনগাঁয় এসে তৃণমূল শ্রমিক সংগঠনে সমান্তরাল গোষ্ঠীর কাজ নিয়ে সরব হয়েছিলেন ঋতব্রত। কিন্তু পেট্রাপোল স্থলবন্দরে কর্মরত মুটিয়া, মজদুরদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরেই। বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগও জমা পড়েছে। এদিন ঋতব্রত পেট্রাপোল থানায় যান। দলের মধ্যে অনিয়মের অভিযোগ জানানোর জন্য হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়।