দেশ বিভাগে ফিরে যান

কাল থেকে ষাটোর্ধ্বরা পাবেন করোনা টিকার বুস্টার ডোজ, কীভাবে জেনে নিন

January 9, 2022 | < 1 min read

গত মাসেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই ১৫ বছ থেকে ১৮ বছরের মধ্যে থাকা কিশোর-কিশোরীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। ১০ জানুয়ারি, সোমবার থেকে শুরু হবে বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ দেওয়ার কাজ।

কিন্তু এই বুস্টার ডোজ কারা পাবেন? জেনে নিন, আপনিও সেই তালিকায় পড়ছেন কি না

  • স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত, অর্থাৎ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই ডোজ পাবেন।
  • ৬০-এর উপরে যাঁদের বয়স, তাঁদের মধ্যে কারও জটিল অসুখ বা co-morbidity থাকলে তিনিও বুস্টার ডোজ পাবেন।
  • তৃতীয় ডোজটি নেওয়ার সময়ে চিকিৎসকের অনুমতিপত্র লাগবে না। কিন্তু তৃতীয় ডোজটি নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে।
  • দ্বিতীয় ডোজটি নেওয়ার ৯ মাস পরেই তৃতীয় ডোজ নেওয়া যাবে। তার আগে নয়। অর্থাৎ যাঁরা গত বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বা তার আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাঁরাই এই তৃতীয় ডোজ নিতে পারবেন। যাঁরা তার পরে নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ৩৯ সপ্তাহ কেটে গেলে, সেই সুযোগ পাবেন।
  • আগের ডোজটি কী নিয়েছেন? কোভিশিল্ড? তাহলে এবারও কোভিশিল্ডই নিতে হবে। অন্য ভ্যাকসিন নিয়ে থাকলে, তৃতীয় ডোজেও সেই আগের টিকাই নিতে হবে।
  • Co-Win-এ আবার রেজিস্ট্রেশন করাতে হবে না। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। নাহলে সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়েও টিকা নিতে পারেন।
  • ভোটার কার্ড, আধার, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো কোনও একটি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
  • সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাবে এই তৃতীয় ডোজ।
TwitterFacebookWhatsAppEmailShare

#covid vaccine, #booster dose, #Vaccine booster dose

আরো দেখুন