রাজ্য বিভাগে ফিরে যান

করোনায় কাঁপছে বাংলা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ৩৭.৩২ শতাংশ

January 10, 2022 | < 1 min read

রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন জানিয়েছিল, একদিনে রাজ্যে ৭১ হাজারেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে। যার জেরে একলাফে অনেকখানি বেড়ে যায় আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় ছবিটা সামান্য বদলালো। টেস্টিং তুলনামূলক কমতে নিম্নমুখী সংক্রমণ। তবে উদ্বেগজনক রাজ্যের পজিটিভিটি রেট। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে হাজারের গণ্ডি পেরনো কলকাতা-সহ পাঁচ জেলার কোভিড গ্রাফ।

সোমবার স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। গতকাল যে সংখ্যাটা ২৪ হাজার ছাড়িয়েছিল। এর মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ৫,৫৬৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪,২৯৭ জন। আরও তিন জেলায় হাজারের গণ্ডি পেরিয়েছে দৈনিক সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, এবং পশ্চিম বর্ধমানের একদিনে সংক্রমিত যথাক্রমে ১,২৫৫, ১,৬২৫ এবং ১০০৮ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coronavirus, #covid19, #Covid Update

আরো দেখুন