দেশ বিভাগে ফিরে যান

সংক্রমণের হার বাড়লেও কমেছে হাসপাতালে ভর্তির সংখ্যা!

January 10, 2022 | < 1 min read

আক্রান্তদের সংখ্যা দ্রুত বাড়লেও হাসপাতালে ভর্তির হার কম অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় হাসপাতালে ভর্তির হার ছিল ২০ থেকে ৩০ শতাংশ। বর্তমানে আক্রান্তদের হাসপাতালে হার ৫ থেকে ১০ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের করোনা পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘন্টায় মোট এক লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অথচ ১০ দিন আগেও দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ১৫ হাজার। সংক্রমণ বৃদ্ধির হার প্রায় সাড়ে ১২ শতাংশ। এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় তিন কোটি ৫৭ লক্ষ সাত হাজার ৭২৭। দৈনিক সংক্রমণের হার ১৩.২৯ শতাংশ।

উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রবিবার ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার হাজারের মাত্রা ছুঁল। দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার হাজার ৩৩ জন। তবে তাঁদের মধ্যে এক হাজার ৫৫২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। শুধু ওমিক্রন নয়, ডেল্টা-সহ অন্য রূপগুলিতে আক্রান্তদেরও সুস্থ হয়ে ওঠার হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ফলে কমেছে হাসপাতালে ভর্তি হওয়ায় প্রবণতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Corona, #covid 19, #Coronavirus in India, #Hospitalization

আরো দেখুন