দেশ বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত জেপি নাড্ডা, প্রকাশ কারাট এবং নীতীশ কুমার

January 10, 2022 | 2 min read

করোনা (Corona) ডান বাম কোন পক্ষকেই সমর্থন করছে না৷ একমাত্র দুর্বল দেখলেই তাঁর শরীরে প্রবেশ করছে৷ তাই নাড্ডা (JP Nadda) থেকে কারাট (Prakash Karat) কেউ করোনার (Omicron) হাত থেকে রক্ষে পাচ্ছেন না৷

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার করোনা পজিটিভ ৷

সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিংহের করোনা আক্রান্তের খবর আসে৷ এরপরে রাতে করোনা আক্রান্ত হওয়ার খবর আসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার৷ তিনি জানিয়েছেন, নিজেকে সকলের থেকে আলাদা করেছেন৷ কোনওরকম দুর্বলতা অনুভব করছেন না৷ তবে, চিকিৎসকের পরামর্শে আইসোলেশনেই আছেন৷’

সিপিআই নেতা প্রকাশ কারাট করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁর স্ত্রী বৃন্দা কারাটও করোনা আক্রান্ত৷ তাঁরা দু্’জনে গত শনিবার শারীরিক অসুস্থতা অনুভব করেন৷ রবিবার দু’জনে করোনা পরীক্ষা করান৷ সোমবার তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ এ কারণে তাঁরা হাসপাতালে আছেন বলে খবর৷

সোমবার বিকেলে টুইটে নিজের কোভিড (Covid19) আক্রান্ত হওয়ার খবর দেন বর্ষীয়ান বিজেপি নেতা। টুইটারে রাজনাথ লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। এখন আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরাও আইসোলেশনে থাকুন। কোভিড পরীক্ষাও করিয়ে নিন।’

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ চলাকালীন নিজেকে সুরক্ষিত রাখলেও তৃতীয় ঢেউয়ে রাজনাথ আক্রান্ত হলেন কোভিডে। ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার কারণেই সংক্রমণের মাত্রা কম বলে মনে করা হচ্ছে। রবিবারই বিজেপির আরেক শীর্ষনেতার শরীরে ভাইরাসের সন্ধান মেলে। কোভিড পজিটিভ হন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও করোনা আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রাজনাথ সিং হোম আইসোলেশনে থাকলেও চিকিৎসকরা তাঁর শরীরের উপর কড়া নজর রাখছেন।

শারীরিক অবস্থার বিন্দুমাত্র অবনতি হলেই বর্ষীয়ান বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করা হবে। আপাতত তাঁর অক্সিজেন লাগছে না। স্বাভাবিক খাবারই খাচ্ছেন তিনি। করোনা তৃতীয় ঢেউয়ে রীতিমতো কাঁপছে দেশে। দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন৷ ওমিক্রনের খোঁজ মিলেছে মোট ৩ হাজার ৬২৩ জনের শরীরে৷ দেশে একদিনে করোনায় মারা গিয়েছেন ১৪৬ জন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Nitish Kumar, #JDU, #Prakash Karat, #covid19, #bjp, #Cpim, #JP Nadda

আরো দেখুন