টেক ফগ অ্যাপ নিয়ে সংসদীয় কমিটির বৈঠক দাবি করলেন ডেরেক
টেক ফগ অ্যাপ নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা চেয়ে আরও একবার চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন। এই দ্বিতীয় চিঠিটি তিনি লিখছেন কমিটির প্রধান কংগ্রেস নেতা আনন্দ শর্মাকে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতেও চিঠি লিখেছিলেন তিনি।
পেগাসাসের পর এ বার টেক ফগ নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। গোপন অ্যাপের সাহায্যে সোশ্যাল মিডিয়ায় শাসক দল বিজেপির হয়ে কৃত্রিম এবং মেকি জনমত তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে টুইটারের ট্রেন্ডকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করার। ‘দ্য ওয়্যার’-এর পোর্টালে এই খবর প্রকাশিত হওয়ার পরই বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
এই দাবির সত্যতা কতটা? এতে কি জাতীয় নিরাপত্তা বিপদের মুখে? আলোচনা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে চিঠি লিখেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।
এর আগে পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে ফোনে আড়িপাতার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল ‘দ্য ওয়্যার’। আরও একাধিক সংবাদ মাধ্যম এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থা একসঙ্গে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তদন্ত করে। দেখা যায় ভারতের একাধিক রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন সিবিআই কর্তা, সাংবাদিকদের ফোনের যাবতীয় তথ্য লোপাট করা হয়েছে পেগাসাস সফটওয়ারের সাহায্যে। তদন্ত রিপোর্ট প্রকাশের পর উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। সংসদ ভবনেও সেই উত্তাপ গিয়ে পৌঁছয়।
শীতকালীন অধিবেশন শেষে সংসদ ভবন এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে টেক ফগ অ্যাপ বিতর্ক বিরোধীদের যে নতুন অক্সিজেন দেবে তার আন্দাজ করাই যায়।