আসানসোলে দিলীপ ঘোষের বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগ
করোনা বিধি ভঙ্গের অভিযোগ উঠল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। আসানসোল পুরসভার নির্বাচন উপলক্ষে সোমবার ভোট প্রচারে এসেছিলেন দিলীপবাবু। আসানসোল উত্তর বিধানসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডে তাঁর বাড়ি বাড়ি প্রচার করার কথা ছিল। দিলীপবাবু আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণডাঙাল থেকে প্রচারও শুরু করেন। সেখানে বিধি ভেঙে বিজেপি কর্মীদের ভিড় দেখা যায়। কিছুটা যেতেই পুলিস মিছিল আটকায়। পুলিসের অভিযোগ, মহামারী আইন ভেঙে এই মিছিল চলছে। এক্ষেত্রে কমিশনের স্পষ্ট নির্দেশও রয়েছে, পাঁচজন নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করতে হবে।
আসানসোলের সিআই স্নেহময় চক্রবর্তী মিছিল আটকালে তাঁর সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। স্থানীয় তৃণমূল প্রার্থী রীতা বিশ্বাস বলেন, বিধি ভেঙে প্রচার করার জন্য আমরা কমিশনে লিখিত অভিযোগ করব। বিজেপির দাবি, তাদের প্রচারের ভিড়ে তৃণমূল ভয় পেয়েছে। দিলীপবাবু বলেন, যেখানেই যাচ্ছি, মানুষের প্রবল উৎসাহ। তাই তৃণমূল ভয় পেয়ে পুলিসকে দিয়ে বাধা দিচ্ছে।
আসানসোলের মহকুমা শাসক অভিজ্ঞান পাঁজা বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে। ডিসি কুলদীপ সোনওয়ানে বলেন, করোনাবিধি ভাঙার জন্যই মিছিল আটকানো হয়েছে।