← দেশ বিভাগে ফিরে যান
আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক কোভিড পরীক্ষার প্রয়োজন নেই, জানাল আইসিএমআর
আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজন নেই। এমনই অ্যাডভাইজরি দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।
রেল, ঘরোয়া উড়ান এবং সড়কপথে পরিবহন – সকল ক্ষেত্রেই সেই নির্দেশিকা কার্যকর হবে কিনা, তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, আইসিএমআরের নির্দেশিকায় সবধরনের মাধ্যমে আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রে বলা হয়েছে।
তবে আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে আইসিএমআর।
আইসিএমআরের তরফে জানানো হয়েছে, যে যাত্রীরা আন্তর্জাতিক যাত্রা করবেন, তাঁদের করোনা পরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট দেশভিত্তিক নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছে আইসিএমআর।
ভারতীয় বিমানবন্দর বা বন্দরে যে আন্তর্জাতিক যাত্রীরা আসছেন, নির্দিষ্ট নির্দেশিকা মোতাবেক তাঁদের করোনা পরীক্ষা করতে হবে।