রাজ্য বিভাগে ফিরে যান

বুধবার বাবুঘাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখবেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি

January 11, 2022 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল চিত্র

আগামিকাল গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি খতিয়ে দেখতে বাবুঘাটে (Babughat) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সূত্রের দাবি, ট্রানজিট ক্যাম্প ঘুরে দেখবেন তিনি৷ সঙ্গে বিভাগীয় আধিকারিক-মন্ত্রীরা থাকতে পারেন৷

কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মেলার নজরদারি কমিটি থেকে বাদ নতুন কমিটি হয়েছে। এ রকম পরিস্থিতিতে বুধবার বাবুঘাটে তীর্থযাত্রীদের বিশ্রাম শিবির ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীর্থযাত্রীদের জন্য কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে তা খতিয়ে দেখবেন৷ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সেখানে তাঁকে শ্রদ্ধা জানাবেন মমতা।

সূত্রের খবর, গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পে ৩৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ তাঁদের আলাদা করে রাখা হয়েছে৷ পাঠানো হয়েছে সেফ হোমে৷ মঙ্গলবার আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ কারণ, ইতিমধ্যে করোনা আক্রান্তদের সংস্পর্শে বহু মানুষ এসেছিলেন৷ তাঁদের অনেকেরই করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে৷

তারপরও গঙ্গাসাগর মেলায় যাওয়ার আগে আউট্রাম ঘাটে পুণ্যার্থীরা ভিড় করছেন। এখনও পর্যন্ত পুণ্যার্থীদের অনেকের মধ্যে কোনও হেলদোল নেই। তাই, মুখ্যমন্ত্রী গোটা এলাকা ঘুরে দেখবেন৷ প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে৷ করোনাবিধি মেনে চলার জন্য বার বার অনুরোধ করা হচ্ছে। মাইকিং করা হচ্ছে৷ ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের উদ্দেশ্যে একাধিক ভাষায় ঘোষণা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gangasagar Mela, #Mamata Banerjee, #West Bengal

আরো দেখুন