সিপাহী বিদ্রোহের অনুপ্রেরণা ছিলেন বিবেকানন্দ! কেন্দ্রের আজব দাবিতে নেটমহলে শোরগোল
স্বামী বিবেকানন্দকে নিয়ে অতিপ্রচারই কাল হল। ভুল তথ্য দেওয়ায় টুইটারে ট্রোল হতে হল পিআইবি ইন্ডিয়াকে।
পিআইবি ইন্ডিয়ার নিউ ইন্ডিয়া সমাচার পত্রিকায় অমৃতবর্ষ নিয়ে বিশেষ প্রকাশনার কভার স্টোরিতে বিবেকানন্দকে নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অধ্যায় ১৮৫৭ সালের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ।
এরপরেই টুইটারে ট্রোলের ঝড় ওঠে। সবাই তথ্য প্রমাণ দিয়ে পিআইবিকে মনে করিয়েছেন বিবেকানন্দ ১৮৬৩ সালে জন্মেছেন। আর সিপাহী বিদ্রোহ হয়েছিল ১৮৫৭ সালে।
স্রোতে গা ভাসাতে ভোলেনি বাংলার শাসক দলও। তৃণমূল একটি টুইটে মজার ছলে পিআইবি ইন্ডিয়াকে প্রশ্ন করেছে, ১৮৬৩ সালে জন্মে বিবেকানন্দ কী করে ১৮৫৭ সালের আন্দোলনে অংশগ্রহণ করলেন?
বিজেপির ইতিহাস বিকৃত করার করার ঘটনা এই প্রথম না। এর আগেও বিজেপি নেতারা বার বার বিকৃত করেছেন বাংলার ইতিহাস। রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন থেকে বিদ্যাসাগরের সহজপাঠ লেখা। বার বারই বাঙালি মনীষীরা এই ভুল তথ্যের গুঁতোয় আক্রান্ত হয়েছেন। এবার আক্রমণের শিকার স্বামী বিবেকানন্দ।