দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

১০ ঘন্টায় ৫৩ হাজার টেস্ট, রেকর্ড গড়ল অভিষেকের ডায়মন্ডহারবার

January 12, 2022 | 2 min read

পথ দেখাল ডায়মন্ডহারবার (Diamond Harbour Model)। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেওয়া টার্গেটকেও ছাপিয়ে গেল বুধবারের কোভিড টেস্টের সংখ্যা। স্বামী বিবেকানন্দের জন্মদিবসে ডায়মন্ডহারবার এলাকায় মোট করোনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ২০৩ জনের। যা রাজ্যের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক। নিজেই টুইট করে এই পরিসংখ্যান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন বিকেলে টুইট করে অভিষেক লেখেন, ‘চেষ্টার কোনও কসুর করা হবে না। ডায়মন্ডহারবারকে কোভিড মুক্ত করব আমরা। স্বামীজির জন্মদিবসে তাঁকে আমরা যথাযথ সম্মান জানাতে পেরেছি। ৫০ হাজারেরও বেশি করোনা টেস্ট হয়েছে আজকে।’ পাশাপাশি অভিষেক জানিয়েছেন, গত সাতদিনের মধ্যে রাজ্যের সমস্ত সংসদ এলাকার মধ্যে সবচেয়ে কম পজিটিভিটি রেট ডায়মন্ডহারবারেই। বর্তমানে ডায়মন্ডহারবারে পজিটিভিটি রেট ২.১৬ শতাংশ।

উল্লেখ্য, যুবদিবসে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে কোভিড মোকাবিলায় টার্গেট বেঁধে দিয়েছিলেন সাংসদ। ডায়মন্ডহারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা ও মেটিয়াবুরুজ এলাকায় দিনভর ৩০ হাজার সাধারণ মানুষের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন সাংসদ নিজেই। এর আগেও ডায়মন্ডহারবারের সাংসদের উদ্যোগেই ব্লকে ব্লকে, পঞ্চায়েতে, পুরসভার প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছে কন্ট্রোল রুম। চালু হয়েছে ডক্টর অন হুইলস, টেস্টিং অন হুইলস। চলছে মাস্ক বিলি। ভিড় নিয়ন্ত্রণে এলাকার দোকান-বাজার সপ্তাহে পরপর দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সাংসদের নির্দেশ মেনেই প্রতি ব্লকে মাস টেস্টিং চালু করা হয়েছে। সেলফ কিট ব্যবহারের উপরও জোর দিয়েছেন অভিষেক। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দলীয় নেতা-মন্ত্রীরা। মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী মলয় ঘটক, শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ শান্তনু সেন, বিধায়ক নির্মল ঘোষ, মৌসম বেনজির নুর, মন্ত্রী তাপস রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় টুইট করে প্রশংসা করেছেন এই ডায়মন্ডহারবার মডেলের। ঘণ্টায় ৫০০টি কের টুইট হচ্ছে #diamondharbourmodel । ‘ডক্টর অন হুইলস’, কনটেইনমেন্ট জোনগুলিতে বাড়তি নজরদারি, বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দু’টি করে মাস্ক বাধ্যতামূলক, বাড়তি করোনা পরীক্ষা, জমেয়ত-মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা। রাজ্যের মধ্যে এভাবেই পথ দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ডহারবার মডেল’।

উল্লেখ্য, আগামী দু’মাস কোনও রাজনৈতিক সভা করা যাবে না। গত শনিবার দক্ষিণ ২৪ পরগনায় জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার পর এমনটাই পরামর্শ ছিল ডায়মণ্ড হারবারের সাংসদের (Diamond Hrabour MP)। তাঁর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছিলেন বিশিষ্ট চিকিৎসা ডা. কুণাল সরকারও (Dr. Kunal Sarkar)।

diamond-harbour-conducts-above-50-thousand-covid-tests-on-12-january-tweets-abhishek-banerjee

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #Diamond Harbour, #covid tests

আরো দেখুন