হরিদ্বারের ধর্ম সংসদ নিয়ে বুধবার শুনানি সুপ্রিম কোর্টে
হরিদ্বারের ধর্ম সংসদ (Haridwar hate speech) নিয়ে তদন্ত চেয়ে দায়ের হওয়া মামলা শুনবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে। সকাল ১০টা ৩০-এ প্রধান বিচারপতি এনভি রমনা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এই বিষয়টি শুনবে। হরিদ্বারের ধর্ম সংসদের তদন্ত বিশেষ তদন্তকারী দল (SIT) করুক, সুপ্রিম কোর্টে এই আবেদন করেন পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ।
বিদ্বেষমূলক ভাষণের মাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগে সাধু ও সন্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেছেন বিশিষ্ট আইনজীবী তথা প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল৷ প্রধান বিচারপতি এন ভি রমানার এজলাসে পিটিশন দায়ের করেন কপিল সিব্বল৷ সেই পিটিশনটি গ্রহণ করেছে আদালত৷ পিটিশনের শুনানির সময় প্রধান বিচারপতি জানতে চান, তদন্ত কতদূর এগিয়েছে? গিয়েছে? জবাবে কপিল সিব্বল বলেন, ‘শুধু এফআইআর দায়ের হয়েছে৷’
গত বছর ১৭-১৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারে বসে ধর্ম সংসদ৷ রুদ্ধদ্বার সেই সমাবেশের কয়েকটি ভিডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়ে যায়৷ অস্তিত্বরক্ষায় হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার ডাক দেন সাধু-সন্তরা৷ ধর্মীয় সংখ্যালঘুদের গণহত্যার ডাক দেওয়া হয়৷ একটি ভিডিয়ো ক্লিপে একজনকে বলতে শোনা যায়, আমার ১০০ জন লোক চাই যারা ওদের ২০ লক্ষ লোককে হত্যা করবে৷ এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও খুনের হুমকি দেওয়া হয়৷
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের ৭৬ জন আইনজীবী সর্বোচ্চ আদালতকে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধান বিচারপতি এন ভি রমনাকে চিঠিও লেখেন৷ চিঠিতে পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন আইনজীবীরা৷ তাঁরা জানান, বর্তমান সময়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে৷ এই ধরনের অনুষ্ঠান বন্ধে অবিলম্বে বিচারব্যবস্থার হস্তক্ষেপ প্রয়োজন৷