গত ২৪ ঘন্টায় বাংলায় সংক্রমণের হার ২২ হাজার ছাপিয়ে গেলেও কমল পজিটিভিটি রেট
রাজ্যে একদিনে করোনা সংক্রমণ বাড়ল সামান্য। তবে স্বস্তির খবর এই যে পজিটিভিটি রেট কমেছে প্রায় ২ শতাংশ। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা বাংলায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন, মৃত্যু হয়েছে ২৩ জনের, যা মঙ্গলবারের তুলনায় বেশি। বুধবার করোনার নমুনা পরীক্ষায় রেকর্ড গড়েছে ডায়মন্ড হারবার (Diamond Harbour)। ৫০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে এই মহকুমায়। রাজ্যে সামগ্রিকভাবে পজিটিভিটি রেট ৩০.৮৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ১১৭ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৮১ হাজার ৩৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৯৫৯ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.১০ শতাংশে। কিছু দিন আগেও মৃত্যুহার ছিল ১.২১ শতাংশ।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ২৫১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯২.৫১ শতাংশ।