উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মাকে উত্তরপ্রদেশে প্রার্থী করল কংগ্রেস
উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতার মাকে (Unnao rape victim’s mother) উত্তরপ্রদেশ নির্বাচনে (Uttar Pradesh Assembly polls) প্রার্থী করল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী (Congress leader ) প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)। এই প্রথম তালিকাতেই রয়েছে নির্যাতিতার মায়ের নামসহ আরও ৫০ জন মহিলার নাম।
২০১৭ সালে উত্তরপ্রদেশের ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে ৩১২ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। প্রায় ৪০ শতাংশ ভোট নিজের দখলে নিয়েছিল গেরুয়া শিবির। সমাজবাদী পার্টি ৪৭ টি আসনে এবং মায়াবতী বিএসপির দখলে ছিল মাত্র ১৯ টি আসন। যেখানে কংগ্রেস মাত্র সাতটি আসনে সীমাবদ্ধ ছিল।
তবে, গত পাঁচ বছরে ছবিটা অনেকটাই বদলেছে। সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (Election)৷ ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে সরকার (Government) গড়তে মরিয়া হয়ে উঠতে চাইছে কংগ্রেস (Congress)৷ফলে, মহিলা ক্ষমতায়ানের দিকেও বিশেষ নজর দিয়েছে৷ এমনকী ৪০ শতাংশ আসনে মহিলাদের টিকিট দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছিল কংগ্রেস।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, এদিনের উত্তরপ্রদেশ নির্বাচনের প্রথম প্রার্থী তালিকায় ১২৫ জন প্রার্থীর মধ্যে ৪০ শতাংশ অর্থাৎ ৫০ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে। বাকি ৪০ শতাংশ রয়েছে যুবনেতা। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার পরে একটি টুইট করেন রাহুল গান্ধী। লেখেন, উন্নাওতে যাঁর মেয়ের প্রতি অন্যায় করেছিল বিজেপি, সে এখন বিচার পাবেন- লড়বেন, জিতবেন!