দেশ বিভাগে ফিরে যান

করোনা রোধে সূর্য নমস্কার! আজব দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

January 13, 2022 | < 1 min read

আগামীকাল ১৪ জানুয়ারি বিশ্বব্যাপী সূর্য নমস্কার প্রদর্শনী কর্মসূচী। ভারত ও বিদেশ থেকে সমস্ত শীর্ষ স্থানীয় যোগ ইনস্টিটিউট, ভারতীয় যোগ অ্যাসোসিয়েশন, ন্যাশনাল যোগ স্পোর্টস ফেডারেশন, যোগ সার্টিফিকেশন বোর্ড, এফআইটি ইন্ডিয়া এবং অনেক সরকারি ও বেসরকারি সংস্থা এই বিশ্বব্যাপী প্রোগ্রামে অংশগ্রহণ করছে।

এবার তাঁর প্রস্তুতি প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানালেন যে আগামীকাল, ১ কোটি লোক সূর্য নমস্কার প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারেন। সরকারি হিসেবে এই প্রদর্শনীতে ৭৫ লক্ষ মানুষের অংশগ্রহণকে লক্ষ্যমাত্রা করা হয়েছিল স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষ্যে। তবে অংশগ্রহণকারীর সংখ্যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কেন্দ্র। এই প্রদর্শনীর প্রস্তুতি সম্পর্কে বলতে এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘এটি একটি প্রমাণিত সত্য যে সূর্য নমস্কার জীবনীশক্তি বাড়ায় এবং শরীরে ইমিউনিটি তৈরি করে। এটি করোনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আমরা প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য ৭৫ লক্ষ লোকের লক্ষ্য নির্ধারণ করেছি। তবে রেজিস্ট্রেশন এবং আমাদের প্রস্তুতির নিরিখে আমি আশাবাদী যে আমাদের প্রোগ্রামে ১ কোটিরও বেশি অংশগ্রহণকারী থাকবেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#ayush ministry, #Yoga, #Surya Namaskar, #sarbananda sonowal

আরো দেখুন