উত্তরপ্রদেশে বিজেপিতে আবার ভাঙন, দল ছাড়লেন আরেক বিধায়ক
নির্বাচন ঘোষণা হতেই উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কদের মধ্যে দল ছাড়ার হিড়িক পড়েছে। ভোটের মুখে সাধারণত শাসক শিবিরে যোগদানের লম্বা লাইন দেখা যায়, কিন্তু যোগী রাজ্যে চিত্রটা সম্পূর্ণ উলটো। ভোট ঘোষণা হতেই দলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি ছাড়ছেন একের পর এক নেতা-মন্ত্রী-বিধায়ক। এ বার বিজেপি ছাড়লেন দলিত বিধায়ক মুকেশ বর্মা। পর পর ওবিসি নেতাদের এভাবে পদত্যাগ ভোটের মুখে বেজায় অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে৷
মঙ্গলবার যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর স্বামী প্রল৷ সাদ মৌর্য বলেছিলেন, আরও ‘উইকেট’ পড়বে৷ তাঁর ভবিষ্যবাণী সত্যি করে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসেন দারা সিং চৌহান। আর দারার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি ছাড়লেন ৭ বারের দলিত বিধায়ক মুকেশ বর্মা। তিনি বলেন, স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। তিনি যে সিদ্ধান্তই নেবেন, আমরা সমর্থন করব। আগামী দিনে আরও অনেক নেতা আমাদের সঙ্গে যোগ দেবেন।
বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে কড়া আক্রমণ করেছেন ফিরোজাবাদের শিকোহাবাদের বিধায়ক মুকেশ বর্মা। তিনি টুইটে লিখেছেন, ‘বিজেপি সরকারের ৫ বছরের মেয়াদে দলিত, অনগ্রসর ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি কোনও নজর দেওয়া হয়নি। দলিত, অনগ্রসর কৃষক ও বেকাররা চূড়ান্ত অবহেলিত। এই কারণে, আমি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।’
এই নিয়ে উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টার মধ্যে ২ জন নেতা মন্ত্রিসভা থেকে পদত্যাগ এবং ৫ জন বিধায়ক দল ছাড়ার কথা ঘোষণা করেছেন৷ মনে করা হচ্ছে, সকলেই যোগ দিতে চলেছে সমাজবাদী পার্টিতে৷ আগামী লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপি-র জন্য অ্যাসিড টেস্ট। এমত অবস্থায় যোগী মন্ত্রিসভার দুই সদস্য এবং ৫ বিধায়ক বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করায়, রাজনৈতিক পর্যবেক্ষকরাও বিস্মিত হয়েছেন।
বিজেপিতে ভাঙন নিয়ে একটি কথাও বলেননি যোগী আদিত্যনাথ। না কোনও মন্তব্য করেছে রাজ্য বিজেপির নেতৃত্ব। কিন্তু, দল ছাড়ার আগে যোগী আদিত্যনাথের সরকারকে বিজেপি বিধায়করা যে ভাবে কাঠগড়ায় তুলছেন, তা যোগী শুধু নয়, উত্তরপ্রদেশের বিজেপি সরকারের জন্য আদৌ ভালো বিজ্ঞাপন নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরাও একই কথা মনে করছেন। রাজনৈতিক মহলের খবর, বিজেপিতে আরও বড় ভাঙন অপেক্ষা করছে।
শুক্রবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করে নির্বাচন কমিশন৷ তবে সবার নজর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের দিকে৷ কথায় আছে রাজধানী দিল্লি পৌঁছতে গেলে উত্তরপ্রদেশের রাস্তা পেরোতে হয়। তাই ২০২৪-এর মেগা ভোটের আগে উত্তরপ্রদেশের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসক দল বিজেপি, সমাজবাদী পার্টি এবং কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের কাছে যোগী-রাজ্যের ভোট এক কথায় মর্যাদার লড়াই। মেগা সেমিফাইনাল।
কমিশন জানিয়েছে, ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে মোট সাত দফায় ভোট হবে৷ উত্তরপ্রদেশে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার নির্বাচন হবে ১৪ ফেব্রুয়ারি। তৃতীয় দফার নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি। চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। ষষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ মার্চ। শেষ দফার ভোট ৭ মার্চ৷ ফল ঘোষণা ১০ মার্চ৷