বিনোদন বিভাগে ফিরে যান

এখনও আইসিইউতেই লতা মঙ্গেশকর, কেমন আছেন তিনি?

January 13, 2022 | < 1 min read

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কোভিড এবং নিউমোনিয়ায় ভুগছেন কিংবদন্তী গায়িকা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ডাঃ প্রতীত সমধানী বলেন, গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Health Update) এখনও আইসিইউ ওয়ার্ডে রয়েছেন। তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।

চিকিৎসকদের মতে, লতা মঙ্গেশকরের করোনা এবং নিউমোনিয়া দুটোই রয়েছে। তাঁর বয়স বিবেচনা করে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন গায়িকার অত্যন্ত যত্ন প্রয়োজন। সে কারণেই তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁকে ৭ থেকে ৮ দিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

১১ তারিখ কোভিড পজিটিভ অবস্থায় হাসপাতালে ভর্তি হন লতা। লতার ভাইঝি রচনা জানিয়েছিলেন, এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়া করে ওঁর জন্য প্রার্থনা করবেন।

৯২ বছরের এই সুর-সম্রাজ্ঞী বেশ কয়েক বছর ধরেই অসুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন, শিল্পীর শারীরিক দিকটি প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। প্রতি মুহূর্তে শরীরের আপডেট পরীক্ষা করা হয়েছে। শিল্পীর বয়স বেশি হওয়ায় চিন্তা আছেন সকলেই।

চিকিৎসকদের মতে, বয়সের কারণে লতার সেরে উঠতে কিছুটা সময় লাগতে পারে। ২০১৯-এর নভেম্বরের পর লতা মঙ্গেশকরের আর বাড়ি থেকে বের হননি। সম্প্রতি তাঁর বাড়ির এক চাকরের রিপোর্ট পজিটিভ আসে। তখন চিকিৎসকদের পরামর্শ মেনে লতারও পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর। কয়েক দিনেই সুস্থ হয়ে যান তিনি। এরপর গোটা করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন বর্ষীয়ান গায়িকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #Lata Mangeshkar

আরো দেখুন