‘জ্যান্ত কবর দেব’ পটাশপুরের তৃণমূল নেতাকে খুনের হুমকি কাঠগড়ায় বিজেপি
পটাশপুরের দাপুটে ঘাসফুল নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় হুমকি পোস্টের অভিযোগ জানিয়েছেন পটাশপুর (এক) ব্লকের পঞ্চায়েত সভাপতি তথা ব্লক তৃণমূল সভাপতি পীয়ূশ কান্তি পণ্ডা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূল নেতাকে ‘জ্যান্ত কবর’ দেওয়ার হুমকি দিয়েছে এক যুবক৷ সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পিছনে বিজেপির ‘চক্রান্ত’ উড়িয়ে দিচ্ছে না তৃণমূল শিবির।
এলাকায় বেশ দাপুটে নেতা বলেই পরিচিত পীয়ূশ কান্তি পণ্ডা। এলাকায় শাসক দল তৃণমূলের ঘাঁটি আরও শক্ত করার পিছনে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। গত বিধানসভা নির্বাচনে পটাশপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিককে জেতানোর পিছনেও পীয়ূশ কান্তি পণ্ডার যথেষ্ট ভূমিকা ছিল বলে রাজনৈতিক মহলের ধারণা। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক যুবক তৃণমূল নেতা পীয়ূশ কান্তি পণ্ডাকে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্ট করে বলে অভিযোগ।
অভিযুক্ত ওই যুবক পোস্টে পীয়ূশ পণ্ডাকে কটূক্তি করে পোস্ট করে, ‘টিএমসির দালাল। পটাশপুরে মাটিতে তোকে জ্যান্ত কবর দেব, আসছি। কিছু সময় অপেক্ষা।’ সোশ্যাল মিডিয়ার ওই পোস্টকে ঘিরে এলাকায় রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। যদিও তৃণমূল নেতা পীয়ূশ পণ্ডার দাবি, ‘বিজেপির চক্রান্ত করে খুনের হুমকি দিয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে উঠে আসবে’। পুলিশের কাছে অভিযোগে তৃণমূল নেতা জানিয়েছেন, ‘গতকাল আমার ফোন নম্বরের হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়ে ভিডিও পাঠায়’। ওই হুমকি ভিডিও ইতিমধ্যেই পুলিশের কাছে জমা করেছেন তৃণমূল নেতা।