রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় ৯৫ শতাংশের করোনা টিকার প্রথম ডোজ সম্পূর্ণ

January 14, 2022 | < 1 min read

রাজ্যের প্রায় ৯৫ শতাংশ মানুষ পেয়ে গিয়েছেন প্রথম ডোজের টিকা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। দপ্তর সূত্রের খবর, রাজ্যজুড়ে ৬ কোটি ৫৪ লক্ষ মানুষ প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। যেভাবে টিকাকরণ চলছে, তাতে এমাসের মধ্যে প্রথম ডোজ টিকাকরণ শেষ হয়ে যাওয়ার কথা। বাংলার ১৫-১৭ বয়সসীমার ২০ লাখের বেশি ছাত্রছাত্রীও পেয়ে গিয়েছে প্রথম ডোজ। প্রায় ৪১ শতাংশ ছাত্রছাত্রী ইতিমধ্যেই প্রথম ডোজ পেয়েছে। এই বয়সসীমার ছেলেমেয়েদের প্রথম ডোজ টিকাকরণও জানুয়ারিতে শেষ হয়ে যাবে বলে আশাবাদী স্বাস্থ্যকর্তারা।

এদিকে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধা এবং কোমরবিড বয়স্কদের মিলিয়ে এদিন সন্ধ্যা ৮টা ৫ মিনিট পর্যন্ত ১ লক্ষ ৬৩ হাজার ২৮৫ জন মানুষ টিকা পেয়েছেন (রাত ৮টা পর্যন্ত)। সংক্রমণের গতি লাফিয়ে বাড়েনি এদিনও। বৃহস্পতিবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন। মারা গিয়েছেন ২৬ জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬৮ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal Fights Corona, #Covid Vaccination, #covid awareness, #First Dose

আরো দেখুন