দেশ বিভাগে ফিরে যান

দিল্লির গাজিপুর ফুলবাজারে উদ্ধার বিস্ফোরক! চাঞ্চল্য রাজধানীতে

January 14, 2022 | < 1 min read

সকাল থেকেই গুঞ্জন চলছিল । অবশেষে সন্দেহ সত্যি প্রমাণিত হল । দিল্লির (Delhi) গাজিপুর ফুল বাজারে (East Delhi’s Ghazipur) সকাল থেকে পড়ে থাকা ব্যাগে মিলল আইইডি(IED) । দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে । সামনেই নেতাজি জন্মজয়ন্তী-সাধারণতন্ত্র দিবস । তার আগে এ ভাবে ফুল বাজার থেকে আইইডি-বিস্ফোরক উদ্ধার নতুন করে নাশকতার আশঙ্কা তৈরি করল । প্রশ্ন উঠতে শুরু করল নিরাপত্তা নিয়ে ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ব্যাগটি পড়ে থাকতে দেখা যায় । এলাকা জীবাণুমুক্ত করার সময়ই নজরে আসে ব্যাগটি । খবর দেওয়া হয় পুলিশ-দমকলে । আসেন বোম্ব স্কোয়াডের লোকজন । বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ চলে । তখনই সামনে আসে আইইডি থাকার খবর । বিস্ফোরকটি নষ্ট করা হয়েছে ।

কিন্তু, বাজারের মধ্যে এভাবে নাশকতা কে বা কারা রাখল তা নিয়ে প্রশ্ন উঠছে । পূর্ব দিল্লির এমন একটি বড়-গুরুত্বপূর্ণ বাজারে বিস্ফোরক মেলায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও । বিশেষ করে সামনেই সাধারণতন্ত্র দিবস । কোনও জঙ্গি সংগঠন এর পিছনে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । বাড়ানো হয়েছে রাজধানীর নিরাপত্তাও ।

TwitterFacebookWhatsAppEmailShare

#flower market, #Bomb Found Delhi, #IED Bomb, #NSG, #police

আরো দেখুন