করোনার জেরে জেরবার, রাজ্যগুলির জন্য কোভিড প্যাকেজের দাবি জানালেন মমতা
বাংলায় করোনাভাইরাস আছড়ে পড়েছে। তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ অক্সিজেনের পরিকাঠামো তৈরি রাখতে চিঠি দিয়েছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার জন্য ভার্চুয়াল বৈঠক করেছেন। এবার সব রাজ্যের হয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কোভিড প্যাকেজের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কেন্দ্র যদি কমপক্ষে ৫০ শতাংশ মানুষেরও দায়িত্ব নেয় তাহলে রাজ্যগুলিও অনেকটা কাজ করতে পারে।
মোদীকে ঠিক কী বলেছেন মমতা? প্রধানমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সব রাজ্যকেই বিপুল খরচ করতে হয়েছে। বাংলাও খরচ করেছে কয়েক হাজার কোটি টাকা। ২০২০ সাল থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে রাজ্য সরকারকে। স্বাস্থ্য পরিকাঠামো থেকে মানুষের জীবন–জীবিকা সুরক্ষিত রাখাতে হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পরিকাঠামো বাড়ানোর দায়িত্ব চলে আসে রাজ্যের উপরে। কিন্তু কেন্দ্রের কাছ থেকে পাওয়া গিয়েছে মাত্র কয়েকশো কোটি টাকা। এই পরিস্থিতিতে বাংলা–সহ প্রতিটি রাজ্যের জন্যই কোভিড প্যাকেজের কথা বিবেচনা করুন প্রধানমন্ত্রী।’
এই বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার তুলে ধরেছেন রাজ্য সরকারের উদ্যোগের কথা। হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য পরিকাঠামোয় রাজ্যের উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এখনও প্রস্তুত রয়েছে ৬৫ হাজার নতুন শয্যা বলে জানান তিনি। রাজ্য সরকার সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তাই কোভিড প্যাকেজ পেলে আরও কাজ করা সম্ভব বলে তিনি মনে করেন।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অর্থনীতি যাতে সচল থাকে তাই নানা প্রকল্প এনেছে রাজ্য সরকার। আর মানুষের জীবন–জীবিকার স্বার্থে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। বাংলার অন্তত ১০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন–সামগ্রী দিচ্ছে তাঁর সরকার। তাই অন্যান্য রাজ্য–সহ বাংলাকে কোভিড প্যাকেজ দেওয়ার আর্জি জানান তিনি।