উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ময়নাগুড়ি: ট্রেনের কাছাকাছি সবাই ছিল বলে অনেককে বাঁচানো গেছে, বলছেন স্থানীয়রা

January 14, 2022 | 2 min read

এত বড় দুর্ঘটনা আগে কখনও দেখিনি বললেন দক্ষিণ মৌয়ামারী এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার দক্ষিণ মৌয়ামারী এলাকায় বিকানির-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ভয়াবহ দুর্ঘটনার খবর দ্রুত ছড়ায়। খবর পাওয়ার পর চাষের জমির কাজ ছেড়ে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত রেলের বগি থেকে প্রচুর লোককে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সন্ধ্যা পর্যন্ত ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ২০ জনকে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

গ্রামবাসীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রেলের লাইন থেকে প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর কাতারে কাতারে মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় একটি বিকট শব্দ শোনা যায়। চারিদিক ধুলোয় ভরে যায়। এক সময় কিছু দেখা যায় নি। কিছু সময় পর প্রচুর লোকের চিৎকার শোনা যায়। দেখা যায় একটি ট্রেনের অনেকগুলো বগি উল্টে গিয়েছে। স্থানীয় বাসিন্দা হাসান আলী বলেন, আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রেললাইন। দুর্ঘটনা ঘটে সেখানেই। প্রথমে এমন আওয়াজ হয়েছে যা কল্পনা করা যায় না। এরপরে ছুটে গিয়ে দেখি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। তারপরই নেমে যাই উদ্ধার কাজে। চারদিকে তখন চিৎকার, আর্তনাদ। বগিগুলি থেকে ভেসে আসছিল ‘বাঁচাও, বাঁচাও’ আওয়াজ। আমরা গ্রামবাসীরা সকলেই উদ্ধারের কাজে হাত লাগাই। অনুকূল বর্মন বলেন, জীবনে এত বড় দুর্ঘটনা চোখে দেখিনি। আমি ট্রেন লাইনের পাশের জমিতে কাজ করছিলাম। হঠাৎ দেখি ট্রেনের বগি উল্টে গেল। সে কি চিৎকার, চেঁচামেচি। প্রথমে দিশেহারা হয়ে পড়ি। চোখের সামনে এত বড় একটি ট্রেন পড়ে রয়েছে সেটা দেখে নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। এরপরে আমিও চিৎকার-চেঁচামেচি শুরু করি। প্রচুর লোকজন ছুটে আসে। তাঁদের নিয়ে উদ্ধার কাজে হাত লাগাই। মহিলা, পুরুষ ও বাচ্চাদের বগি থেকে টেনে বাইরে বের করা হয়েছে। কয়েকজনকে বের করতে পারিনি। কিছু বগি থেকে লোকজনের আওয়াজ পাওয়া গিয়েছে। সেখানে প্রবেশ করা যায়নি। ঘটনার অনেক পরে প্রশাসনের লোকজনেরা আসে। দমকল, অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়। অনেককে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। সন্ধ্যা নামার পর লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে। রণজিৎ রায় বলেন, প্রথমে বোম ফাটার থেকেও বিকট আওয়াজ আসে। আমরা দুর্ঘটনা নিজের চোখে দেখেছি। কী ভয়ানক দৃশ্য, বলে বোঝানো যাবে না। গ্রামের লোকেরা একসঙ্গে উদ্ধার কাজে হাত লাগাই। পরে গ্রামের প্রচুর লোক সাহায্যের জন্য আসেন। সবাই মিলে যতটা পেরেছি উদ্ধার কাজ চালিয়ে গিয়েছি। আমাদের গ্রামের কাছেই হয়েছে বলে অনেককে বাঁচাতে পেরেছি, ভেবে ভালো লাগছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Accident, #moynaguri, #bikaner guwahati express

আরো দেখুন