যান্ত্রিক ত্রুটি বা নাশকতার জেরে হয়নি রাওয়াতের চপার দুর্ঘটনা! নেপথ্যে কারণ কী?
কোন কোন কারণে গত বছর ৮ ডিসেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিল জেনারেল বিপিন রাওয়াতের (Gen Bipin Rawat Chopper Crash) চপার তা খুঁজে বের করল তদন্তকারী দল (Court Of Inquiry)৷ তারা সরাসরি খারিজ করে দিয়েছে চপারের যান্ত্রিক ত্রুটি এবং অন্তর্ঘাতের তত্ত্ব৷ সেনাবাহিনীর তিন বিভাগের সদস্যদের নিয়ে গঠিত তদন্তকারী দল দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে খারাপ আবহাওয়া এবং পাইলটের ভুলকে দায়ী করেছে৷ কমিটির সেই রিপোর্ট জমা পড়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে৷
তামিলনাড়ু কুন্নুরে বায়ুসেনার ভয়াবহ কপ্টার দুর্ঘটনা ঘটে৷ ওই দুর্ঘটনায় মৃত্যু হয় সস্ত্রীক বিপিন রাওয়াতের৷ দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ একটি ভিডিয়োতে দেখা যায়, ঘন কালো মেঘের ভিতর ঢুকে যাচ্ছে একটি চপার৷ তারপরই শোনা যায় বিকট শব্দ৷ প্রতক্ষ্যদর্শীদের দাবি, ওটা বিপিন রাওয়াতের চপার ছিল৷ খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে৷
তদন্তকারী দলের রিপোর্টও একই কথা জানিয়েছে৷ চপারের ডেটা রেকর্ড, ককপিটের ভয়েস রেকর্ড খতিয়ে দেখেন তাঁরা৷ কথা বলেন প্রতক্ষ্যদর্শীদের সঙ্গে৷ তদন্তকারী দল তাদের রিপোর্টে জানিয়েছে, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের ফলে দুর্ঘটনাটি ঘটে৷ মেঘের ভিতর ঢুকে যায় চপারটি৷ পাইলট বিভ্রান্ত হয়ে পড়েন৷ তারপরই দুর্ঘটনাটি ঘটে৷ চপারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না৷ দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাতও দায়ী নয়৷ কমিটি বেশ কিছু সুপারিশ দিয়েছে যেগুলি খতিয়ে দেখা হচ্ছে৷