গঙ্গাসাগর মেলায় মমতা সরকারের ব্যবস্থাপনায় খুশি উমা ভারতী
রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ আলাদা। তা সত্ত্বেও মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নানের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ঢালাও প্রশংসা করলেন বিজেপি নেত্রী উমা ভারতী। জানালেন, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বেজায় খুশি তিনি। সূত্রের খবর, চিঠি লিখে গঙ্গাসাগর ভ্রমণের অভিজ্ঞতার কথা মুখ্যমন্ত্রীকে জানাবেন উমা।
শুক্রবার দুপুরে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারেন উমা ভারতী (Uma Bharti)। তিনি জানান, “২০১৯ সালে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমি একটি যাত্রা শুরু করেছিলাম। তবে তার পরের বছর আমার পা ভেঙে যায়। আর তার পরের বছর করোনা পরিস্থিতি তৈরি হয়। তাই আমার সেই যাত্রা অনেকটাই পিছিয়ে গিয়েছে। গঙ্গোত্রী গোমুখ থেকে মা গঙ্গাকে এনে গঙ্গাসাগরে আমি মেলবন্ধন করলাম এবার। আমি খুব আনন্দিত। মা গঙ্গা সকলকে ভাল রাখবেন।” এরপরই তাঁকে প্রশ্ন করা হয় ব্যবস্থাপনা কেমন লাগল? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করেন উমা। তাঁর কথায়, “দারুণ ব্যবস্থাপনা। আমার খুব ভাল লেগেছে।”