খেলা বিভাগে ফিরে যান

টেস্ট ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি!

January 15, 2022 | 2 min read

মাস খানেক আগে যে বিতর্ক শুরু হয়েছিল সেটাই যেন আজ সর্বোচ্চ স্তরে পৌঁছল৷ একদিন এবং টি-২০-এর পর টেস্ট ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি৷ আক্ষরিক অর্থেই ভারতীয় ক্রিকেটে কোহলী যুগের অবসান৷ শনিবার টুইট করে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন বিরাট৷ ধন্যবাদ জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে৷ ধন্যবাদ জানালেন রবি শাস্ত্রী এবং মহেন্দ্র সিং ধোনিকে৷ কিন্তু কোথাও সৌরভ গঙ্গোপাধ্যায় বা রাহুল দ্রাবিড়ের নাম উচ্চারণ করলেন না৷

২০১৪ সালে টেস্ট দলের অধিনায়কত্ব নিজের কাঁধে তুলে নেন বিরাট কোহলি৷ তারপর থেকে ৬৮টি ম্যাচে তিনি দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন৷ এর মধ্যে ৪০টি টেস্টে জয় এসেছে৷ অমীমাংসিত হয়ে শেষ হয়েছে ১১টি ম্যাচ৷ দেশের মাঠে ২৪টি টেস্টে বিরাটের নেতৃত্ব জয় পেয়েছে ভারতীয় টেস্ট দল৷ আক্ষরিক অর্থেই ভারতের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক হিসেবে নাম খোদাই করে ফেলেছেন তিনি৷

সাফল্য যেমন এসেছে, বিতর্ক তেমন সঙ্গী হয়েছে৷ রবি চন্দ্র অশ্বিনকে বসিয়ে রাখা থেকে শুরু করে সেই বিতর্ক সরাসরি বোর্ড সভাপতির ঘরে পৌঁছে গিয়েছে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের চালিকা শক্তি হওয়ার পরেই যেন বিরাটের সঙ্গে দলের দূরত্ব বাড়তে শুরু করে৷ শোনা যায়, এক সময় অনিল কুম্বলকে দলের কোচ হিসেবে নিযুক্ত করার অন্যতম বিরোধী ছিলেন বিরাট৷ তাঁর আপত্তিতেই অনিল কুম্বলের বদলে রবি শাস্ত্রীকে হেড কোচ করা হয় টিম ইন্ডিয়ার৷ শুরু হয় ভারতীয় ক্রিকেটের শাস্ত্রী-বিরাট যুগ৷ একের পর এক সাফল্য এসেছিল৷ যদিও আইসিসি টুর্নামেন্টে কাপ না জেতার ব্যর্থতা নিয়েই সরে যেতে হয় শাস্ত্রীকে৷ তারপরেই একদিন এবং টি-২০ অধিনায়কত্ব থেকে বিরাট যুগের অবসান৷ শুরু হয় রোহিত-দ্রাবিড় কম্বিনেশন৷

ভারতীয় ক্রিকেটের দ্রাবিড়িয় সভ্যতার উত্থান যত হয়েছে ততই কোণঠাসা হয়ে পড়েন বিরাট৷ শুধুমাত্র টেস্টের অধিনায়ক থাকেন তিনি৷ সেখানেও ব্যর্থতা আছড়ে পড়তে শুরু করে৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে পরপর দু’টি টেস্টে হারে দল৷ হাতছাড়া হয় সিরিজ৷ তারপরেই বেসুরো শোনা গিয়েছিল বিরাটকে৷ সরাসরি ব্যাটসম্যানদের দিকে আঙ্গুলও তোলেন৷ শুক্রবার টেস্ট হারার পর আজ শনিবার অধিনায়কত্ব ছাড়লেন কোহলি৷ রবি শাস্ত্রী এবং ধোনিকে ধন্যবাদ জানিয়ে বিরাটের টুইট বার্তা, সততার সঙ্গে সাত বছর কাজ করেছি৷ সাধ্যমত দেওয়ার চেষ্টা করেছি৷ দল এবং বিসিসিআইকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য৷ বিরাটের এই পদত্যাগকে স্বাগত জানিয়েছে টুইটও করে বিসিসিআই৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Virat Kohli, #Team India, #Test Cricket

আরো দেখুন