রাজ্য বিভাগে ফিরে যান

অনৈতিক ভাবে পদে বসে থাকার অভিযোগে অপসারিত পাঠভবনের অধ্যক্ষ

January 16, 2022 | < 1 min read

বিশ্বভারতীতে অনৈতিক ভাবে অধ্যক্ষের পদে বসে থাকার জন্য এ বার সরিয়ে দেওয়া হল পাঠভবনের অধ্যক্ষ বধিরূপা সিনহাকে। শনিবার বধিরূপাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে।

বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য প্রথম অভিযোগ তুলেছিলেন, বধিরূপাকে কে অনৈতিক ভাবে অধ্যক্ষের পদে নিয়োগ করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বধিরূপার জায়গায় বসানো হল ইংরেজির অধ্যাপক সুরজিৎ সেনকে।

যদিও কর্তৃপক্ষের তরফে যে নোটিস দেওয়া হয়েছে, তাতে সরানোর কারণ উল্লেখ করা নেই। এ বিষয়ে কোনও কথাও বলতে চাননি সুদীপ্ত। প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের তরফেও। বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন ভিবিইউএফএ-এর তরফে বক্তব্য, কেন বধিরূপাকে সরানো হল, তা স্পষ্ট করুক বিশ্বভারতী প্রতিপক্ষ। এত বড় সিদ্ধান্ত ইসি মিটিং না করেই কী ভাবে নেওয়া হল, তা-ও স্পষ্ট করা হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#visva bharati university, #badhirupa sinha

আরো দেখুন