রাজ্য বিভাগে ফিরে যান

পশ্চিমবঙ্গে কারখানা গড়তে টেসলাকে আমন্ত্রণ রাজ্যের মন্ত্রীর

January 16, 2022 | < 1 min read

ভারতে টেসলা আনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখ পড়তে হচ্ছে বলে খেদ প্রকাশ করেছিলেন ইলন মাস্ক। সেজন্য টেসলার সিইওকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আমন্ত্রণ জানালেন সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী গোলাম রব্বানি। তিনি দাবি করলেন, ‘(শিল্পের জন্য) পশ্চিমবঙ্গে সেরা পরিকাঠামো আছে।’

সম্প্রতি টুইটারে এক নেটিজেন টেসলার ছবি পোস্ট করে লেখেন, ‘ভারতের বাজারে কবে টেসলা আসবে, তা নিয়ে সাম্প্রতিক কোনও তথ্য আছে? এই গাড়িগুলি দারুণ এবং বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ার যোগ্য।’ তা নিয়ে টেসলার কর্ণধার খেদ প্রকাশ করে বলেন, ‘বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে সরকারের সঙ্গে কাজ করছি।’

অনেকেই ইলনের সেই টুইটের জবাব দেন। টেসলার কর্ণধারের সেই টুইট রিটুইট করেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী। সঙ্গে লেখেন, ‘এখানে চলে আসুন। পশ্চিমবঙ্গে সেরা পরিকাঠামো আছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’চোখ জুড়ে স্বপ্ন আছে। বাংলা মানে বাণিজ্য।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Gulam Rabbani, #Elon Musk, #Tesla

আরো দেখুন