রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর নির্দেশে শান্তিপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল, শুরু জোর তৎপরতা

January 16, 2022 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার লক্ষ্য নিয়ে শনিবার পরিদর্শন করতে এলেন জেলা স্বাস্থ্য আধিকারিকের এক প্রতিনিধিদল। সেই দলে জেলা স্বাস্থ্য আধিকারিক স্বপনকুমার বিশ্বাস ছাড়াও ছিলেন রানাঘাট মহকুমাশাসক, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী প্রমুখ।

গতমাসে নদিয়ায় প্রশাসনিক বৈঠকে কৃষ্ণনগরে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে বিধায়ক ব্রজকিশোর শান্তিপুর হাসপাতালকে আরও উন্নত করার আর্জি জানান। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন। মাস ঘুরতে না ঘুরতেই অন্যান্য উন্নয়নের কাজের পাশাপাশি হাসপাতাল উন্নয়নের কাজেও শুরু হয়ে গেল তৎপরতা। শান্তিপুর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শান্তিপুরকে ঢেলে সাজার কথা বলেছিলেন। বিধায়ক ব্রজকিশোর বললেন, ‘‌আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল শান্তিপুর হাসপাতালকে আরও উন্নত করে তোলা, যাতে মানুষ আরও ভালো পরিষেবা পেতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Shantipur, #Nadia, #Super Specialty Hospital

আরো দেখুন