দেশ বিভাগে ফিরে যান

নির্বাচনের আগে গুজরাত থেকে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি উত্তরপ্রদেশে, কমিশনে নালিশ করবেন অখিলেশ

January 17, 2022 | 2 min read

উত্তরপ্রদেশে ভোটের আগে গুজরাত সহ বাইরের রাজ্য থেকে কর্মীদের নিয়ে আসছে বিজেপি। নতুন ষড়যন্ত্রের ছক কষছে গেরুয়া শিবির অভিযোগ করে নির্বাচন কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। ভোটের দিন ঘোষণা হতেই উত্তর প্রদেশে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। তাতে চাপ বেড়েছে যোগীর। হঠাৎ করে একের পর এক বিধায়কের বিদ্রোহের জেরে বিজেপির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। নড়েচড়ে বসেছে দিল্লির অফিসও।’

ভোট যত এগিয়ে আসছে উত্তর প্রদেশের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। গতকাল প্রকাশ্যেই সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। কারণ বিজেপি গুজরাত সহ অন্যান্য রাজ্য থেকে উত্তর প্রদেশে কর্মীদের নিয়ে আসছে। ভোটের আগে অশান্তি ছড়ানোর ছক কষছে বিজেপি। এটা কোনও ভাবেই তাঁরা মেনে নেবেন না। শান্তি আবহে যাতে উত্তর প্রদেশে ভোট হয় সেকারণে আগে থেকেই কমিশনে অভিযোগ জানিয়ে আসবেন বলে জানিয়েছেন তিনি।

যোগীর মন্ত্রিসভায় একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে। বিদ্রোহী হয়ে একাধিক নেতা বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করতে শুরু করেছেন। গতকাল সমাজবাদী পার্টিতে যোগ দেন বিজেপি বিধায়ক দারা সিং চৌহ্বান এবং বিজেপি শরিক আপনাদলের বিধায়ক আরকে বর্মা। একে একে দলে ভারী হচ্ছে সমাজবাদী পার্টি। সেই যোগদান কর্মসূচিতেই প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে বাইকে থেকে পার্টি ওয়ার্কারদের নিয়ে আসার অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির বিধায়করা।


দলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন দারা সিং চৌহ্বান। তিনি অভিযোগ করেছেন বিজেপি সবকা সাথ সবকা বিকাশ নামে স্লোগান দেন ঠিকই কিন্তু বাস্তবের চিত্র টা অন্য । সবকা সাথ নেওয়ার পর বিকাশ কেবল ভোটের স্বার্থে করেন। অর্থাৎ প্রতিশ্রুতি পূরণ করেন না বিজেপি। দলিতদের উন্নয়নে কোনও কাজ বিজেপি করেনি বলে অভিযোগ করেছেন তিনি। অখিলেশ যাদব প্রকাশ্যে দারা সিং চৌহ্বানের প্রশংসা করেছেন তিনি জানিয়েছেন, এটওয়ায় যেভাবে লায়ন সাফারি তৈরি করেছিলেন বিজেপি নেতা তার কদর করেননি মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #bjp, #gujarat, #Akhilesh Yadav, #Samajwadi Party

আরো দেখুন