২০২০ সালে ভারতে দারিদ্র্য বেড়ে দ্বিগুণ! অক্সফ্যামের রিপোর্টে চাঞ্চল্য
লকডাউনের সময় দেশের ধনকুবেরদের সম্পদ বেড়েছিল ৩৫ শতাংশ। তারপর টিকাকরণ শুরু এবং দ্বিতীয় ঢেউ। তীব্র অক্সিজেন সঙ্কট… মৃত্যুমিছিল—সব সামলেও ২০২১ সালে ভারতের ধনীতমদের সম্পদ বেড়েছে দ্বিগুণের বেশি। অথচ একই সময়ে দেশের প্রায় ৮৪ শতাংশ পরিবারের উপার্জন ব্যাপক হারে কমেছে। কোভিড-১৯ সঙ্কটের জেরে দারিদ্র সবচেয়ে বেশি বেড়েছে ভারতে। আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলের দেশগুলির সঙ্গে এক সারিতে চলে এসেছে ভারত। ২০২০ সালে দেশে গরিব মানুষের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ১৩ কোটি ৪০ লক্ষ। সংখ্যাটা পিউ রিসার্চের পূর্বাভাসের থেকেও বেশি। রবিবার চলতি বছরের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের দাভোস অ্যাজেন্ডা বৈঠকের আগে প্রকাশিত ‘ইনইকুয়ালিটি কিলস’ রিপোর্টে এই দাবি করল অক্সফ্যাম। পরিস্থিতি বিচার করে তাদের সুপারিশ, বৈষম্য নিরসনে সরকারি নীতির পুনর্মূল্যায়নের মাধ্যমে সম্পদের বিকেন্দ্রীকরণের ব্যবস্থা করা উচিত।
গত বছর বিশ্বের ধনীতম ৫০০ মানুষের সম্পদ বৃদ্ধির মিলিত পরিমাণ এক লক্ষ কোটি ডলারের বেশি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের পরিসংখ্যান টেনে একথা জানিয়েছে অক্সফ্যাম। তাদের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে আরও ৪০ জন ভারতীয় ১০০ কোটি সম্পদশালীর (বিলিয়নেয়ার) তালিকায় যুক্ত হয়েছেন। ফলে ভারতে এই সংখ্যাটা বেড়ে হল ১৪২। তাঁদের মোট সম্পদের পরিমাণ ৭২ হাজার কোটি টাকা। দেশের দরিদ্রতম ৪০ শতাংশ মানুষের মোট সম্পদের থেকেও বেশি। ভারতের ধনীতম ১০ জনের সম্পত্তি দিয়ে আগামী ২৫ বছর দেশের সব শিশুর স্কুল ও উচ্চশিক্ষার খরচ চালানো সম্ভব। ফাঁস হওয়া প্যান্ডোরা পেপার্সের তথ্য উল্লেখ করে চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এনেছে আন্তর্জাতিক সংস্থাটি। রিপোর্টে বলা হয়েছে, দেশে ও দেশের বাইরে ২০ হাজার কোটি টাকার অঘোষিত সম্পদ রয়েছে ৩৮০ জন ভারতীয়ের।
অক্সফ্যামের বক্তব্য, গত বছর সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলাকালীন স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্র কার্যত ভেঙে পড়েছিল। রুটি-রুজি হারিয়ে চরম অনটনের মুখে পড়তে হয় অসংখ্য মানুষকে। অপরাধ সংক্রান্ত সরকারি তথ্যের উল্লেখ করে অক্সফ্যামের দাবি, দিনমজুর, ব্যবসায়ী ও বেকাররা সবচেয়ে বেশি আত্মঘাতী হয়েছেন। মহামারীর ধাক্কায় ভারতে গত বছর মে মাসে শহরাঞ্চলের বেকারত্বের হার বেড়ে ১৫ শতাংশে পৌঁছে গিয়েছিল। সঙ্কটের মুখে পড়েছিল খাদ্য নিরাপত্তা। তা সত্ত্বেও ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই তালিকায় ভারতীয়দের সংখ্যা ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেনের মিলিত ধনকুবেরদের থেকে বেশি।
অক্সফ্যাম রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সাল থেকেই ভারতে ন্যূনতম দৈনিক বেতনের পরিমাণ ১৭৮ টাকায় দাঁড়িয়ে। তা সত্ত্বেও ধনীরা কেন আরও বিত্তশালী হচ্ছেন? অক্সফ্যামের ব্যাখ্যা, ২০১৬ সালে সম্পদ করের অবলুপ্তি, কর্পোরেট লেভি বড় মাত্রায় কমিয়ে দেওয়া এবং অপ্রত্যক্ষ কর বৃদ্ধির ফলেই এই অবস্থা। স্থানীয় প্রশাসনের জন্য কেন্দ্রীয় অনুদান কমিয়ে দেওয়া, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ বৈষম্যের চিত্রটা আরও ভয়াবহ করেছে। গোটা বিশ্বে যত মানুষ অপুষ্টির শিকার, তার এক-চতুর্থাংশই এখন ভারতে। অক্সফ্যামের সুপারিশ, ভারতের ধনীতম ১০ শতাংশের উপর ১ শতাংশ সারচার্জ আরোপ করা হোক। সেই টাকা ব্যবহার করা হোক স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে।