জল জমার সমস্যা সমাধানে ২০০ পাম্প বসানোর পরিকল্পনা কলকাতা পুরসভার
গত অক্টোবরে কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন৷ সেই কাজ কতটা সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার তা খতিয়ে দেখলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ শহরের জল যন্ত্রণা কাটাতে কলকাতা এনভারনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (KEIIP) ঠিকা সংস্থাগুলির কাজের খতিয়ে দেখলেন ফিরহাদ৷
তিনি জানান, শহর কলকাতায় নতুন আরও ২০০টি পাম্প বসানো হবে৷ কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোতেও তা উল্লেখ করা হয়েছিল৷ সেই কাজ দ্রুত শেষ করার উদ্যোগ ফিরহাদের৷ ইতিমধ্যে ৭৬টি নতুন পাম্প বসানো হয়েছে। তারমধ্যে ছটি উচ্চক্ষমতা সম্পন্ন পাম্প৷ জার্মানি থেকে আনা হয়েছে৷
ফিরহাদ হাকিম বলেন, ‘আগামী তিন বছরের মধ্যে জল জমা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে৷ বেহালা, উত্তর কলকাতার শিয়ালদহের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ড্রেনেজ সিস্টেমের উন্নতিতে প্রায় ১৪০ কোটি টাকা খরচ করা হবে। তা দিয়ে ইতিমধ্যেই শহর কলকাতাজুড়ে তেইশটি প্রজেক্টের কাজ চলছে৷’