রাজ্য বিভাগে ফিরে যান

ট্যাবলো বিতর্কে এবার কেন্দ্রকে কটাক্ষ কলকাতার মেয়রের

January 19, 2022 | < 1 min read

প্রথম মোদী সরকারের আমল থেকেই বারবার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে বাংলা। এবারও প্রকাশ্যে এসে পড়েছে মমতার রাজ্যের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ। দিল্লীতে প্রজাতন্ত্র দিবসের জন্য রাজ্য সরকারের তরফের পাঠানো নেতাজি বিষয়ক ট্যাবলো বাতিল করেছে তারা। যা নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই। এবার যেমন এ নিয়ে মুখ খুলে কেন্দ্রকে একহাত নিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, নেতাজির নামকে কলঙ্কিত করার চেষ্টা চলছে।

বুধবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ বলেন, ‘নেতাজি নিয়ে রাজনীতি কিসের? নেতাজি সম্পর্কে যদি সত্যিই শ্রদ্ধা থাকে তাহলে নেতাজির জীবন , স্বাধীনতা সংগ্রামের ট্যাবলো… সেটিকে অনুমতি দিতে বাধা কোথায়? এটি তো কোনও তৃণমূল কংগ্রেস লেখা ট্যাবলো নয়। এর মধ্যে রাজনীতি কী করে আসে! সারা বিশ্বের লোকের কাছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির সম্পর্কে ভারতীয়দের ধারণা, সচেতনতা দেখানো যেত। যদি রাজনীতি কেউ করে থাকে, তা বিজেপি করছে। নেতাজির নামকে কলঙ্কিত করার চেষ্টা করছে।’

উল্লেখ্য, দিল্লীর প্রজাতন্ত্র দিবসে জায়গা না পাওয়ার পর নেতাজিকে নিয়ে ওই ট্যাবলো রাজ্যের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত করার কথা রয়েছে। অন্যদিকে, নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার বিষয় নিয়েও কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন ফিরহাদ। তাঁর বক্তব্য, ‘এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দাবি। রাজ্য সরকার যা ফাইল ছিল সব প্রকাশ্যে এনেছে। এবার কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের দাবি, প্রকাশ করা হোক সবকিছু। নেতাজি সারা ভারতের, বিশ্বের কিন্তু তিনি বাংলা থেকে গিয়েছেন, এটা আমাদের জন্য গর্বের। তাঁকে নিয়ে গর্ব করব না, ট্যাবলো করব না?’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #firhad hakim, #mayor, #union govt, #Tableau

আরো দেখুন