শুভেন্দু অধিকারী বিরোধী নেতার ভূমিকা পালন করছেন না, বিস্ফোরক অভিযোগ বিধানসভার অধ্যক্ষের
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে মুকুল মামলার (Mukul Roy PAC) ফয়সালা করা হবে৷ বুধবার এমনটাই জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)৷ সেই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikai) এক হাত নেন৷ জানান, ‘উনার মতো বিরোধী দলনেতা আমি দেখিনি৷ আইন, বিধানসভা কারও প্রতি বিশ্বাস নেই উনার৷’ পাল্টা দিয়েছে বিজেপিও৷ দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘দলীয় আনুগত্য হতাশা এবং অক্ষমতা থেকে স্পিকার এই ধরনের মন্তব্য করছেন।’
এ দিন বিধানসভা ভবনে মুকুলের সদস্যপদ খারিজ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে অভিযোগের শুনানি ছিল৷ ওই শুনানিতে মুকুলের আইনজীবী জানান, ‘মুকুল রায় এখনও বিজেপিতেই আছেন৷’ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি দ্রুত করতে চাই৷ আগামিকালও শুনানির কথা বলেছিলাম৷ কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবী রাজি হননি৷ তাই শুক্রবার ফের শুনানির দিন ধার্য করা হয়েছে৷’
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে নানা বিস্ফোরক মন্তব্য করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী বিরোধী নেতার ভূমিকা পালন করছেন না৷ তিনি নিজেই হতাশ৷ বিধানসভার কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না৷’
এই প্রসঙ্গে তিনি বামেদের প্রশংসাও করেন৷ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে বিরোধী দল নেতা যাঁরা ছিলেন তাঁরা এমন আচরণ করেননি৷ আমি এই চেয়ারে বসে নিরপেক্ষভাবে কাজ করি৷ এমন একটি চেয়ার যেখানে সবাইকে সন্তুষ্ট করা যায় না৷ বিরোধী দলনেতার কারও প্রতি বিশ্বাস নেই৷ না আছে আইনের উপর৷ না আছে বিধানসভার উপর৷ আমি বিচারকের মতো কাজ করছি৷ উনার মতো বিরোধী দলনেতা আমি দেখিনি৷ ’