রাজ্য বিভাগে ফিরে যান

এবার পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির চেয়ারপার্সন হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

January 20, 2022 | < 1 min read

এবার পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির বড় দায়িত্বে পেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির চেয়ারপার্সন হলেন তিনি। প্রয়াত শাঁওলি মিত্রের জায়গায় আনা হলো তাঁকে।

আজ, বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির সাধারণ পরিষদের পুনর্গঠনের কথা ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসুর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে।

সাহিত্য জগতের ১৩ জন বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি পরিষদে থাকছেন পশ্চিমবঙ্গ সরকারের ৪ দপ্তরের ৪ জন সচিব।

বাংলা অকাদেমি কমিটিতে থাকছেন, ব্রাত্য বসু(চেয়ারপার্সন), জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, প্রসূন ভৌমিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়। আর সরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন, উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব, অর্থ দপ্তরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ও পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির সচিব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bratya Basu, #Paschimbanga Bangla Akademi

আরো দেখুন