যোগীর পর বিপ্লব দেব, এবার বিজেপি শাসিত ত্রিপুরায় শুরু হল নাম বদলের রাজনীতি
শেক্সপিয়ার বলেছিলেন, ‘নামে কী আসে যায়’। কিন্তু নাম পরিবর্তন করায় দেশের মধ্যে খুব ‘নাম’ করেছে বিজেপি। রাজ্যে রাজ্যে তাদের পরিচালিত সরকারের তরফে বারবারই নামবদলের রাজনীতির সাক্ষী থেকেছে দেশ। এবার ত্রিপুরার দুটি বিশেষ স্থানকে দেশীয় ভাষায় নামকরণ করল সে রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, ধলাই জেলার গন্ডাছেড়া জায়গাটি গন্ডা টুইসা বলে নতুন নামকরণ করা হচ্ছে। অন্যদিকে, খোয়াইয়ের আথারামুরা রেঞ্জকে হাচুক বেরেম নামে এবার থেকে ডাকা হবে। বিপ্লব জানিয়েছেন, বারামুরাকে আগেই হাতাই কোটর হিসাবে নামকরণ করা হয়েছিল।
এবার ককবরক ভাষায় গন্ডাছেড়াকে বলা হবে গন্ডা টুইসা ও আথামুরাকে হাচুক বেরেম নামে ডাকা হবে। তিনি জানিয়েছেন, দুটি জায়গাই রাস্তার ধারে অবস্থিত। সেক্ষেত্রে এই নতুন নাম পর্যটকদেরও আকর্ষণ করবে। অন্যদিকে বাঙালি সহ বিভিন্ন কমিউনিটিকে দেশীয় ভাষা শেখার ব্যাপারে তিনি আবেদন করেন।