দেশ বিভাগে ফিরে যান

বিজেপিকে সাহায্য করছে কংগ্রেস, গোয়ায় বিস্ফোরক অভিষেক

January 20, 2022 | 2 min read

গোয়ায় বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলি। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবেই আজ গোয়ায় সাংবাদিক সম্মেলন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালের ইতিহাস টেনে বৃহস্পতিবার গোয়ায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বললেন, গোয়ায় কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকে জিতিয়ে দেওয়া।” তৃণমূল-কংগ্রেসের জোট নিয়ে পি চিদাম্বরমের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিকর বলেও দাবি করলেন তিনি।

অভিষেকের দাবি, ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিধায়করা বিজেপিতে গিয়েছে। কারণ তাঁদের নিজস্ব স্বার্থ ছিল। গোয়ার মানুষের জন্য লড়াই করেনি তারা।” এর পরই তাঁর কটাক্ষ, “কংগ্রেস ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেও.য়া। ওদের জেতানো।” সবমিলিয়ে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে কংগ্রেস-বিজেপির অলিখিত জোটের দিকেই ইঙ্গিত করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূল পি চিদম্বরমের কাছে জোটের বার্তা নিয়ে গেলেও কিন্তু কংগ্রেস তাতে কোনও সাড়া দেয়নি। আজ সাংবাদিক বৈঠকে সেকথাই পরিষ্কার করলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক।

সাংবাদিক সম্মেলনে তিনি কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেন, “তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি পবন বর্মা ২৪ ডিসেম্বর দুপুর ১.৩০ মিনিটে পি চিদাম্বরমের বাড়ি গিয়েছিলেন। তিনি গোয়ায় কংগ্রেস-তৃণমূল জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব নিয়েই গিয়েছিলেন। কিন্তু চিদম্বরমের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি।” কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সাংসদ বলেন, “এই বিষয়ে আমি মিথ্যে কথা বললে ২৪ ঘণ্টার মধ্যে মানহানির মামলা করুন।”

কংগ্রেসকে তোপ দেগে অভিষেক বলেন, “বিজেপিকে হারাব, এটা মুখে বলা এবং বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করে হারানোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে।” তিনি আরও বলেন, “কেউ যদি মুখে বলে আমি এই করব, আমি এই করব কিন্তু সর্বশক্তি দিয়ে তা করে না দেখায় তাহলে সেই কথার কোনও গুরুত্ব থাকে না। যারা মিথ্যে কথা বলছেন তাদের সত্যিটা আম জনতার সামনে আসা দরকার।”

গোয়াবাসীর উদ্দেশ্যে সাংসদ আরও বলেন, “কংগ্রেসকে ভোটে দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।” এর আগেও বহুবার তিনি এই একই মন্তব্য করেছেন।

অভিষেক এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘গোয়ায় গত তিন মাসে শূন্য থেকে লড়াই শুরু করেছে তৃণমূল। ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন। গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তন আসন্ন। বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করেছে তৃণমূল।’

অভিষেক বলেন, ‘কংগ্রেস, আপ অভিযোগ করেছে বিরোধী ভোট ভাগ করার চেষ্টা করছে তৃণমূল।’ এই অভিযোগ সারবত্তাহীন। অভিষেক বলেছেন, ‘বিজেপিকে হারাতে সবাইকে আহ্বান জানিয়েছিলেন মমতা। তৃণমূল চেয়েছিল সব বিরোধী দল একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। এখানে ইগো-র কোনও প্রশ্ন নেই। কিন্তু কেউ কেউ মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Goa, #Congress, #bjp, #abhishek banerjee, #tmc

আরো দেখুন