দেশ বিভাগে ফিরে যান

দেশে সংক্রমণ পেরোলো তিন লক্ষের গন্ডি, বৃদ্ধি মৃতের সংখ্যাতেও

January 20, 2022 | < 1 min read

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার চলতি করোনা স্ফীতিতে এই প্রথম তিন লক্ষ টপকে গেল দৈনিক আক্রান্তের সংখ্যা। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন তিন লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। আগের দিন যা ছিল দু’লক্ষ ৮২ হাজার ৯৭০। এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান।

পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯১ জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৪১ জনের।

দেশে ন’হাজার ২৮৭ জন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। করোনার চলতি স্ফীতিতে দেশে এই প্রথম দৈনিক সংক্রমণ পেরোল তিন লক্ষের গণ্ডি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ministry of Health & Family Welfare, #covid 19, #Covid 19 India, #Omicron

আরো দেখুন