দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কোন্দল অব্যাহত, বনগাঁয় পুরভোটের প্রস্তুতি নিয়ে বিজেপি জেলা সভাপতির ডাকা বৈঠকে নেই বিধায়ক

January 20, 2022 | < 1 min read

বনগাঁয় বিজেপিতে কোন্দল অব্যাহত। এবার পুরভোটের প্রস্তুতি নিয়ে জেলা সভাপতির ডাকা বৈঠক এড়ালেন বনগাঁ উত্তরের বিদ্রোহী বিধায়ক। নদিয়ার গয়েশপুরের পর গতকাল পুরভোটের প্রস্তুতি নিয়ে বনগাঁয় বৈঠকে বসে বিজেপি জেলা নেতৃত্ব।

বৈঠকে যোগ দেননি বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও বনগাঁ সাংগঠনিক জেলার নেতা দেবদাস মণ্ডল। সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, দাবি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির।

পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে বৈঠকে যোগ দিতে পারিনি, দাবি বিধায়কের। প্রতিক্রিয়া দিতে চাননি বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তৃণমূলের কটাক্ষ, পুরভোটে প্রার্থী পাচ্ছে না, তাই বৈঠক এড়াচ্ছেন খোদ বিধায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#bangaon, #MLA, #Ashok Kirtania, #West Bengal, #bjp

আরো দেখুন