রাজ চক্রবর্তীর অনুরোধে ফের অভিনয়ে বাবুল সুপ্রিয়!
রাজনৈতিক জীবনের নানা বাঁক বদল, সংগীত চর্চা – এসব কিছুর পর আবার অভিনয়ে ফিরতে চলেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। টলিপাড়ায় জোর গুঞ্জন, এবার ছোটপর্দার নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর ক্যামেরার সামনে গায়ক-রাজনীতিক বাবুলকে নিয়ে আসার নেপথ্যে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি আর কেউ নন, ‘বন্ধু’ রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। টালিগঞ্জে কান পাতলে এমনই শোনা যাচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই বাবুলকে টেলিভিশনে পর্দায় নতুন ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা। কবে, কোন ধারাবাহিকের হাত ধরে বাবুলের আগমন ঘটবে, তা অবশ্য এখনও অজানা।
গায়ক (Singer)হিসেবে মুম্বইয়ে সফলভাবে কেরিয়ার শুরু করা বাবুল সুপ্রিয় রাজনীতির জগতে পা রেখেও বেশ সাফল্য অর্জন করেছেন। গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়ে দু’বার সাংসদ হয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বেশ পছন্দের ছিলেন আসানসোলের তারকা সাংসদ। এসবের মাঝেই অবশ্য বাবুল সুপ্রিয়কে রুপোলি পর্দায়ও দেখা গিয়েছে। খ্যাতনামা পরিচালক তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’ সিনেমার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য।
২০২১ সাল বাবুলের রাজনৈতিক কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়। কেন্দ্রীয় মন্ত্রিত্ব খুইয়ে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন তিনি। আচমকাই দীর্ঘদিনের দল ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ। যদিও জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব থেকে সরে আসেননি। সংসদীয় এলাকার যাবতীয় কাজ করে গিয়েছেন। তবে তৃণমূলের তরফে এখনও তেমন কোনও বড় দায়িত্ব দেওয়া হয়নি বাবুলকে। ফলে আপাতত ফের কেরিয়ারেই মন দিয়েছেন।
শোনা যাচ্ছে, পরিচালক তথা ঘাসফুল শিবিরের বিধায়ক রাজ চক্রবর্তী সম্প্রতি বাবুলকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সেইমতো লুকটেস্টও নাকি হয়ে গিয়েছে। রাজ পরিচালিত-প্রযোজিত একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন বাবুল সুপ্রিয়। তাঁর বিপরীতে থাকছেন ছোটপর্দার পরিচিত মুখ – ‘সাঁঝবাতি’র চারু অর্থাৎ দেবচন্দ্রিমা সিংহ রায়। দু’জনেরই লুকটেস্ট হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে দ্রুতই শুরু হবে শুটিং।
যদিও গোটা প্রজেক্টটি নিয়ে বাবুল সুপ্রিয় কিংবা রাজ অথবা ধারাবাহিকের নায়িকা দেবচন্দ্রিমা – কেউই কিছু বলতে চাননি। তবে সূত্রের খবর, অসমবয়সী প্রেমের কাহিনী নিয়ে আসছে বাবুল-দেবচন্দ্রিমার এই ধারাবাহিক। আর গায়ক বাবুল যখন নায়ক, তখন গানের বৈচিত্র্য তো থাকবেই। সবমিলিয়ে, ছোটপর্দার নতুন কাহিনীতে নতুন একটি জুটি দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।