রাজ্য বিভাগে ফিরে যান

‘পাড়ায় পাড়ায় করোনা সচেতনতা’ কলকাতা পুরসভার

January 21, 2022 | < 1 min read

রাজ্যে বিধি নিষেধ জারির পর করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ফলে সংক্রমণ কমায় আপাতত কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য আধিকারিকরা। মহানগর কলকাতায় কিছুদিন আগে এই করোনা সংক্রমণ যেখানে দৈনিক ৭ হাজারে পৌঁছে গিয়েছিল। এখন তা অনেকটাই কমে গিয়েছে।

কিন্তু, দেখা যাচ্ছে যে কয়েকটি বোরো এলাকায় সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। এখন এই বোরো এলাকাগুলি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুর আধিকারিকদের কাছে। এই সমস্যার মোকাবিলায় গতকাল বৃহস্পতিবার বৈঠক করেছে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে খবর, সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে ৮ এবং ১০ নম্বর বোরোতে। এছাড়াও পার্শ্ববর্তী বোরোগুলোতেও সংক্রমণ ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। সেক্ষেত্রে জানা যাচ্ছিল, অনেক বাসিন্দায় জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ থাকলেও পরীক্ষা না করিয়ে নিজেদের ইচ্ছেমত ওষুধ খাচ্ছেন এবং বিধি না মেনেই ঘুরে বেড়াচ্ছেন। যার ফলে ওই সমস্ত বোরো এলাকাগুলিতে সংক্রমণ বাড়ছে। কলকাতা পুরসভার বৈঠকে ছিলেন আবাসিক কমিটির প্রতিনিধিরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Municipal Corporation, #covid 19, #Corona pandemic, #Bengal Fights Corona, #covid awareness

আরো দেখুন