খেলা বিভাগে ফিরে যান

অসুস্থ কোচ সুভাষ ভৌমিক, পাশে পেলেন রাজ্য সরকার ও গোটা ফুটবল ময়দানকে

January 21, 2022 | < 1 min read

কিংবদন্তী ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিক গুরুতর অসুস্থ হয়ে একবালপুর নার্সিং হোমে ভর্তি। গত তিন মাস ধরে তাঁর কিডনির ডায়ালিসিস চলছে। এর সঙ্গে তাঁর সুগারও আছে। তবে দিন কয়েক আগে বুকে সংক্রমণ নিয়ে তিনি নার্সিং হোমে ভর্তি হন। কিন্তু সেখানে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করার সুযোগ না থাকায় তাঁকে মেডিকা হাসপাতালে ভর্তি করার কথা ভাবা হয়েছে। শুক্রবার এ নিয়ে নব মহাকরণে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ঘরে একটা জরুরী বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাঁজি, বিদেশ বসু, মানস ভট্টাচার্য প্রমুখ। ছিলেন আই এফ এ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত, মহমেডানের কার্যনির্বাহী সভাপতি কামারুদ্দিন এবং ইস্ট বেঙ্গল ক্লাবের দেবব্রত সরকার। ছিলেন মেডিকা হাসপাতালের ডিরেক্টর এবং কয়েকজন ডাক্তার ও সুভাষের ছেলে অর্জুন। ঠিক হয়েছে কোভিড বিধি মেনেই সুভাষকে মেডিকা হাসপাতালে স্থানান্তরিত করা হবে। আলোচনা হয় সুভাষের কিডনি বদলানো নিয়েও। ব্যাপারটা বেশ ব্যয়সাপেক্ষ। তবু বৈঠকে উপস্থিত সবাই বলেন খরচটা তোলার ব্যাপারে তাঁরা উদ্যোগী হবেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইতিমধ্যেই ৪০ হাজার টাকার ওষুধ কিনে দিয়েছেন। তিনিও বলেছেন, যতটা পারবেন করবেন। এখন দেখার কত তাড়াতাড়ি সুভাষ সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#state govt, #Subhash Bhowmik, #maidan

আরো দেখুন