দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর ‘চপ শিল্পে অনুপ্রাণিত’, বিজেপি ত্যাগের জল্পনা বাড়ালেন বাঁকুড়ার বিধায়ক

January 22, 2022 | < 1 min read

করোনায় আক্রান্ত হয়ে বাড়ি থেকেও গত কয়েকদিন বেরতে পারেননি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তবে এদিন বাড়ির কাছেই সাত সকালে অন্য় ভূমিকায় দেখা গেল বিজেপি বিধায়ককে। গরম তেলে চপ ছাড়ছেন বিজেপি বিধায়ক। এরপর গরম গরম চপ ভেজে তা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিলেন বিধায়ক। খোদ বিজেপি বিধায়ককে চপ ভাজতে দেখে অনেকেরই কার্যত ভিড়মি খাওয়ার জোগাড়। এদিকে বাঁকুড়াবাসীর কাছে চপ মুড়ি অত্যন্ত প্রিয়। আর খোদ বিজেপি বিধায়কই রাস্তায় বসে চপ ভাজলেন।

কিন্তু কেন আচমকা তিনি এভাবে চপ ভাজার রাস্তায় গেলেন? গোটা বিষয়টি খোলসা করেছেন নিলাদ্রী শেখর দানা। তিনি বলেন, শরীরও অসুস্থ। বাড়ির সামনেই চপের দোকান। সকালে গিয়ে বসলাম। আমার খুব ভালো লাগে। চপ, তেলেভাজা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন ছোট ছোট শিল্প করতে। তাই সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথা মাথায় ঢুকিয়ে নিয়েছি। বাঁকুড়ার আমার আত্মীয়সম পরিবার। সকলেই চপ মুড়ি ভালোবাসেন। সেই চপ শিল্পের কথা মাথায় নিয়েই চপ ভাজতে বসে গেলাম। এভাবেই চপ ভাজার পরে মন্তব্য ছুঁড়লেন বিজেপি বিধায়ক।

আর তৃণমূল নেতৃত্বের দাবি একটা শিল্পের মতোই দোকানগুলো কাজ করে। নীলাদ্রিশেখর দানা বিজেপি বিধায়ক হতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা কর্মসূচির সঙ্গে মানুষের যে সম্পর্ক রয়েছে সেটা স্বীকার করে নিচ্ছেন তাঁরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bankura, #bjp, #tmc, #MLA, #Chop, #Pakora

আরো দেখুন