দেশ বিভাগে ফিরে যান

ফের করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, ভর্তি হাসপাতলে

January 22, 2022 | < 1 min read

ভিভিআইপি থেকে সাধারণ মানুষ করোনার তৃতীয় ঢেউ(Third wave) থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এবার করোনা আক্রান্ত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জিডিএস সভাপতি এইচডি দেবগৌড়া (HD Devegowda)। প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা(coronavirus) আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর পরিবার।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার জেডিএস প্রধান দেবগৌড়ার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই এবং শারীরিক অবস্থাও স্থিতিশীল। বর্তমানে হাসপাতলে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন দেবগৌড়া।

উল্লেখ্য, এর আগে গত বছর মার্চ মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এইচডি দেবগৌড়া। সে সময় তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাস্পাতালে ভর্তি করতে হয় তাঁকে। দেবগৌড়ার পাশাপাশি মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী চেন্নাম্মাও। যদিও কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলেন দুজনেই। সেবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ফোন করে দেবগৌড়া শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ফের করোনা আক্রান্ত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#H. D. Deve Gowda, #covid19

আরো দেখুন