রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় আবার স্কুল খোলার প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার

January 22, 2022 | < 1 min read

দীর্ঘ অতিমারি পেরিয়ে বিগত বছরের নভেম্বরে শ্রেণীকক্ষের পঠনপাঠন শুরু হয়েছিল বাংলায়, কিন্তু করোনার নয়া প্রজাতির প্রকোপে সংক্রমণ বাড়ায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের সদর্থক প্রচেষ্টায় এবং উদ্যাগে বাংলার করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 

তাই পড়ুয়াদের ফের শ্রেণীকক্ষে পঠনপাঠনের স্বাদ দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। স্কুল খোলার বিষয়ে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই মর্মে রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্য সরকারের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছে, বলেও জানা যাচ্ছে। বিগত শুক্রবার রাজ্যের সচিবালয়ে এই বিষয়ে একটি বৈঠকও হয়েছে। 

সুত্রের খবর ঐ বৈঠকেই শিক্ষা দপ্তরের তরফে স্কুলে খুলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠনপাঠন শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটি ঐ প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। জানা গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সুপারিশ মেনেই স্কুল খোলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #School, #Reopen School

আরো দেখুন