গোয়ায় বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াইয়ের প্রস্তুতি, জানেন তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় কারা?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়বে না তৃণমূল কংগ্রেস (TMC)। প্রথমবার গোয়ার মাটিতে পা দিয়েই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা যে শুধু কথার কথা ছিল না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল তৃণমূলের তারকা প্রচারকের তালিকা প্রকাশ হতেই। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভা নির্বাচনের জন্য আক্ষরিক অর্থেই তারকা খচিত তারকা প্রচারকের তালিকা ঘোষণা করল এরাজ্যের শাসকদল।
তৃণমূলের তারকা প্রচারকের ৩০ জনের তালিকায় প্রথম নামটি রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দ্বিতীয় নামটিও প্রত্যাশিতভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে সেরাজ্যের তিন দলীয় পর্যবেক্ষক মহুয়া মৈত্র, সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তীর। তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, দলের সর্বভারতীয় সহ-সভাপতি পবন কুমার বর্মা, দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, জহর সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়রাও।
গোয়ার ভোটের তারকা প্রচারকের তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo), তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহারাও। গোয়ার নেতাদের মধ্যে রয়েছেন লুইজিনহো ফ্যালেরিয়, চার্চিল আলেমাও, কিরণ কান্ডোলকরের মতো নাম।
রবিবার নেতাজির জন্মবার্ষিকী থেকেই গোয়ায় (Goa Elections) পুরোদমে প্রচারে নেমে পড়ছে তৃণমূল। রবিবার নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে পার্টি অফিসে ভাঙচুরের প্রতিবাদ করবে ঘাসফুল শিবির। তারপরই শুরু হবে প্রচার। এ রাজ্য থেকে শীর্ষনেতারা এর পর থেকেই গোয়ায় যেতে শুরু করবেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মমতার গোয়া গিয়ে প্রচার নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। তবে সবই তাঁর নিজের উপর নির্ভর করছে। এর মধ্যে রবিবারই গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চারদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দলের সব স্তরে বলে দেওয়া হয়েছে গোয়া দখল করতে দিনরাত এক করে ঝাঁপিয়ে পড়তে হবে। নির্বাচন কমিশন আপাতত মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, তাই ভারচুয়াল প্রচার এবং বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে জোর দেবে এরাজ্যের শাসকদল।