দেশ বিভাগে ফিরে যান

বিজেপির “ডবল ইঞ্জিন সরকার তত্ত্ব” আদপে দেশব্যাপী ক্ষমতা দখলের ফ্যাসিবাদী চক্রান্ত

January 24, 2022 | 2 min read

সৌভিক রাজ

ভারতীয় রাজনীতিতে ফ্যাসীবাদী আগ্রাসনের নতুন নাম হল ‘ডবল ইঞ্জিন সরকার তত্ত্ব’। এটি মোদী জমানার ফসল। আদপে যা ক্ষমতা দখলের এক ঘৃণ্য চক্রান্ত। কেন্দ্র এবং রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় থাকলে, তবেই নাকি ঐ রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব; প্রতি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এমনটাই দাবি করেন বিজেপি নেতারা। বিজেপি প্রনোদিত এই তত্ত্বের নামই “ডবল ইঞ্জিন সরকার তত্ত্ব” ! আদপে যা দেশজুড়ে পুরোদস্তুর একনায়ক তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা মাত্র। বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়ে, রাজ্যে রাজ্যে প্রচারে গিয়ে বিজেপি নেতারা ডবল ইঞ্জিন সরকারের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটদাতাদের প্রভাবিত করেন।

এবার বিজেপির এই ডবল ইঞ্জিন সরকার তত্ত্বের প্রচারের বিরুদ্ধে সরব হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। গোয়ার পাঞ্জিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দেশের প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ” ভারত বৈচত্রময় দেশে, এখানে ডবল ইঞ্জিন সরকারের তত্ত্ব চলে না”। 

তিনি আরও বলেন, ” ডবল ইঞ্জিন হলে, একটি ইঞ্জিন একদিকে চলে এবং অপর ইঞ্জিনটি অন্যদিকে ছোটে। ফলে ডবল ইঞ্জিন একজনকে দুটি ভিন্ন দিকে নিয়ে যায়।” বলাইবাহুল্য বিজেপির ডবল ইঞ্জিন সরকার তত্ত্বের প্রসঙ্গে তিনি একথা বলেছেন। 
কেন্দ্র এবং রাজ্যে একই রাজনৈতিক দল ক্ষমতাসীন থাকলেই যে উন্নয়ন হবে না তা নয়। এক রাজনৈতিক দল হলেও দুটি সরকারের দুটি পৃথক দৃষ্টিভঙ্গি থাকেই, যার মাঝে পড়ে যায় রাজ্য। তারপর দুদিকে টানাটানি শুরু হয়। উন্নয়ন আর হয়না।
যশবন্ত সিনহা ফের যোগ করেন, “কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপির নেতারা, গোয়ায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলছেন কারণ, তারা গোয়ায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন। যা বিজেপির ফ্যাসিবাদী মনোভাবের সাক্ষ্য বহন করে। দেশের অন্য কোথাও অন্য কোনও রাজনৈতিক দলের সরকার থাকুক, তা বিজেপি চায় না। এই জন্যই রাজ্যে রাজ্যে গিয়ে বিজেপি নেতারা ডবল ইঞ্জিন সরকারের জন্য ভোট চাইছেন।”

তিনি বলেন, “আগামীতে যখন পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ আসবে তখন বিজেপি ত্রিপিল ইঞ্জিন সরকারের নামে ভোট চাইবে। কী করে এমনভাবে চলতে পারে? আমাদের দেশে বৈচিত্রপূর্ণ একটি দেশ, এখানে এমনভাবে কাজ চলতে পারে না।” এই প্রসঙ্গে আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যবহৃত ডবল ইঞ্জিন সরকারের স্লোগানকেও কটাক্ষ করেছেন যশবন্ত সিনহা।
বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতকে এক সূত্রে বেঁধে রেখেছে। এই বৈচিত্রই দেশের চালিকা শক্তি। কিন্তু বিজেপি এর পরিপন্থী। দেশের যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় আঘাত আনতে এবং দেশব্যাপী একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বিজেপি ডবল ইঞ্জিন সরকার তত্ত্বকে ব্যবহার করে প্রচার করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #PM Narendra Modi, #Yashwant Sinha

আরো দেখুন