প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর
প্রখ্যাত চিত্রকর ওয়াসিম কাপুর প্রয়াত। আজ সোমবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লক্ষ্ণৌয়ে জন্ম হলেও তিলোত্তমা ছিল তাঁর কর্মভূমি। নিজের ছবির মাধ্যমে তুলির টানে মানুষের আবেগের কথা তিনি ক্যানভাসে ফুটিয়ে তুলতেন। ১৯৫১ সালের ৩রা জানুয়ারী লক্ষ্ণৌতে তাঁর জন্ম হয়েছিল। এরপর তাঁর শিক্ষা জীবন কেটেছে কলকাতায়। ১৯৭১ সালে কলকাতার ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটম্যানশিপ থেকে তিনি ফাইন আর্টসে সম্মানিক স্নাতক হন। কলকাতা শহরের বুকে ১৯৬৯, ১৯৭০, ১৯৭৪ এবং ১৯৮৪ সালে সর্বমোট চারবার তাঁর একক চিত্রপ্রদর্শনী আয়োজিত হয়েছে। এছাড়াও দেশের নানান প্রান্তে, বিদেশেও তাঁর আঁকা ছবি একাধিক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। দিল্লির ললিতকলা অ্যাকাডেমি, ন্যাশনাল গ্যালারী অফ মডার্ন আর্ট, বিড়লা অ্যাকাডেমি, পশ্চিমবঙ্গ বিধানসভা, ইরান সোসাইটি, ভিক্টরিয়া মেমোরিয়াল-সহ দেশের বিভিন্ন সংগ্রহশালায় তাঁর আঁকা ছবি শোভা পাচ্ছে। দীর্ঘ শিল্পী জীবনে একাধিক সম্মানেও ভূষিত হয়েছেন ওয়াসিম কাপুর। ১৯৮০-৮১ সালে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস তাঁকে পুরস্কৃত করে। ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সম্মাননা প্রদান করে। এছাড়াও বিড়লা অ্যাকাডেমি এবং এশিয়ান পেন্টস-এর তরফে শিরোমণি সম্মানে ভূষিত হয়েছিলেন ওয়াসিম কাপুর।