রাজ্য বিভাগে ফিরে যান

নেতাজির সাম্য-ঐক্যের আদর্শ মেনে চলার মাধ্যমেই তাঁকে শ্রদ্ধা জানানো সম্ভব: সুগত বসু

January 24, 2022 | < 1 min read

নেতাজির (Netaji) সাম্য-ঐক্যের আদর্শ মেনে চলার মাধ্যমেই তাঁকে শ্রদ্ধা জানানো সম্ভব। নেতাজির ১২৫-তম জন্মজয়ন্তীতে এই মন্তব্য করলেন সুগত বসু (Sugata Bose)। নেতাজির পরিবারের সদস্য সুগতর মতে, যে কোনও মহৎ ব্যক্তির শ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ হচ্ছে কিভাবে তাঁর উত্তরাধিকারকে প্রসারিত করা যায়। নেতাজির সাম্য ও ঐক্যের আদর্শই তাঁর উত্তরাধিকার। তিনি হিন্দু-মুসলমান-শিখ-ক্রিশ্চিয়ান সকলকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার সংগ্রাম করেছিলেন। সেই সব আদর্শ অনুসরণ করাই সবচেয়ে বড় কথা।

সুগত বসু বলেন, আমার বিশ্বাস নেতাজির জীবনে কোনও রহস্য নেই। তাঁর জীবন এবং কাজ কাঁচের মতো পরিষ্কার। তাই নতুন প্রজন্মকে বলব নেতাজির জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে, সেই পথে যেন নতুন ভারত গড়ে তোলে। নেতাজির ১২৫-তম জন্মজয়ন্তী আন্তর্জাতিক তাৎপর্য লাভ করেছে। ভাটপাড়ার ঘটনা প্রসঙ্গে সুগত বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত ঘটনা। আজ অত্যন্ত শুভদিন। নেতাজির জন্মদিনে কোনও ছোট্ট ঘটনা নিয়ে মন্তব্য করতে চাই না।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মুখ্যমন্ত্রী, নেতাজি পরিবারের সদস্য থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠান মঞ্চে নেতাজির গান গেয়ে শোনান নেতাজি পরিবারের সদস্য সুগত বসু ও তাঁর ভাই। বেলা সওয়া বারোটায় নেতাজির জন্মক্ষণে সাইরেন বাজার সময় মুখ্যমন্ত্রীকে শঙ্খ বাজাতে দেখা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Netaji Subhas Chandra Bose, #Sugata Bose

আরো দেখুন