রাজ্য বিভাগে ফিরে যান

অনেকটা কমল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের নিচে

January 24, 2022 | 2 min read

একটু একটু করে সুস্থতার পথে বাংলা। এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৫৪৬ জন। যা আগেরদিনের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে রাজ্যে করোনার বলি ৩৭ জন। সুস্থতার হার ৯৪.১৭ শতাংশ।

এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৬৭৮ জন উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে দীর্ঘদিন পর ফের প্রথমে উঠে এল ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে আক্রান্ত সেখানকার ৪৯৬ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর থেকে অনেকটাই বেশি। নিম্নমুখী কোভিড গ্রাফ স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে ওই জেলার বাসিন্দাদের।

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে বীরভূম। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৩০০ জন। চতুর্থ স্থানে জলপাইগুড়ি। সেখানে একদিনে সংক্রমিত ২৯৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৬৯, ৭৯১।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৭ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ১৪ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ৩৭৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২০, ৪৮১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৮, ৫৪, ৮৮১। উল্লেখ্য, করোনা সংক্রমণে লাগাম টানতে সপ্তাহে দু’দিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিল বারাসত ২ নম্বর ব্লক প্রশাসন। সোমবার এবিষয়ে ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, আধিকারিক এবং তিনটি থানার নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #WB coronavirus, #Coronavirus

আরো দেখুন